ধোনির ভারতীয় দলের মেন্টর হওয়ার গুঞ্জন নিয়ে ঠাট্টা করলেন সাবেক সতীর্থ

MS Dhoni

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনিকে ভারতীয় দল মেন্টর করার প্রস্তাব দিয়েছে বলে একটি খবর বের হয়—এমন গুঞ্জন নিয়ে ঠাট্টা করে প্রতিক্রিয়া জানালেন ভারতের সাবেক ব্যাটার মনোজ তিওয়ারি। ধোনির সাবেক এই সতীর্থের প্রশ্ন, ধোনি কি আসলেই ফোন ধরেছেন?

শোনা যাচ্ছে, ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের আগে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) ধোনিকে মেন্টরের দায়িত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছে। যদি চেন্নাই সুপার কিংসের (সিএসকে) এই তারকা প্রস্তাব গ্রহণ করেন, তবে এটি হবে তার দ্বিতীয়বারের মতো এই ভূমিকায় আসা। এর আগে তিনি ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে একই দায়িত্ব পালন করেছিলেন।

তিওয়ারি মজা করে বলেন, ধোনিকে ফোনে পাওয়াই কঠিন—'প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু ও কি ফোন ধরেছে? ধোনিকে ফোনে পাওয়া কঠিন, মেসেজের উত্তরও খুবই বিরল। অনেক খেলোয়াড়ই বলেছে, তিনি মেসেজ পড়েন কি না, সেটা কেউ জানে না।'

২০২১ সালের বিশ্বকাপে ধোনি মেন্টর থাকলেও বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচই হেরে যায় তারা। এর আগে কখনও বিশ্বকাপে পাকিস্তানের কাছে ভারত হারেনি।

ধোনি একমাত্র ভারতীয় অধিনায়ক যিনি তিনটি আইসিসি সাদা বলের শিরোপাই জিতেছেন—টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০০৭, ওয়ানডে বিশ্বকাপ ২০১১ এবং চ্যাম্পিয়নস ট্রফি ২০১৩। তিনি ২০২০ সালের আগস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন, তবে এখনও আইপিএলে চেন্নাই সুপার কিংস (সিএসক)'র হয়ে খেলছেন।

'ধোনি–গম্ভীর জুটি হবে দেখার মতো'

তিওয়ারি আরও বলেন, যদি ধোনি সত্যিই মেন্টরের দায়িত্ব নেন, তবে গৌতম গম্ভীরের সঙ্গে তার জুটি দেখা দারুণ হবে।

ধোনি ও গম্ভীরের সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। ২০১১ বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে তারা চতুর্থ উইকেটে দুর্দান্ত পার্টনারশিপ গড়েছিলেন—গম্ভীর করেছিলেন ৯৭ আর ধোনি অপরাজিত ছিলেন ৯১ রানে।

তবে গম্ভীর সবসময়ই বলে আসছেন, ২০১১ সালের জয়ে গোটা দলকেই কৃতিত্ব দেওয়া উচিত, শুধু ধোনির বিখ্যাত ছক্কা নয়। এমনকি ধোনির অধিনায়কত্বের সিদ্ধান্ত নিয়েও তিনি প্রায়ই সমালোচনা করেছেন।

তিওয়ারি বলেন, 'প্রথমত, তিনি প্রস্তাব গ্রহণ করবেন কি না, সেটাই বড় প্রশ্ন। তিনি গ্রহণ করলে কী প্রভাব ফেলবেন, সেটা বলা কঠিন। তবে তার অধিনায়কত্ব আর খেলার অভিজ্ঞতা নতুন প্রজন্ম ও উদীয়মান তারকাদের জন্য অনেক মূল্যবান হবে।'

তিওয়ারির মতে অবশ্য,  'এমএস ধোনি ও গৌতম গম্ভীরের জুটি অবশ্যই দেখার মতো হবে।'

Comments

The Daily Star  | English
Mirza Fakhrul on polls

Efforts on to make polls questionable and delayed: Fakhrul

Says Chief Adviser Yunus has assured BNP that the election will be held in February 2026

5h ago