দ্বিতীয় ম্যাচের আগে বাংলাদেশ দলে মধুর সমস্যা

এমন সমস্যা পড়তে চাইবে যেকোনো টিম ম্যানেজমেন্ট। আসলে দল জিততে থাকলে আর একাধিক খেলোয়াড় পারফর্ম করলে এমন মধুর পরিস্থিতি তৈরি হয়। টি-টোয়েন্টিতে সর্বশেষ ছয় ম্যাচের পাঁচটাই জিতেছে বাংলাদেশ, এর পাঁচ ম্যাচে আবার দলের জয়ের নায়ক একাধিকজন। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে শামীম হোসেন পাটোয়ারির অসুস্থতায় সুযোগ পেয়েই ঝলক দেখিয়েছেন সাইফ হাসান। এখন শামীম সুস্থ হওয়ায় কাকে খেলাবে বাংলাদেশ তা নিয়ে আছে একটা দোলাচল।
দুই বছরের বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে সাইফ অফ স্পিন বল করে দুই উইকেট নেন, পরে ব্যাট হাতে ১৯ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংস খেলে দেখান নিজের কার্যকারিতা। এর আগের সিরিজগুলোতে সাইফের ভূমিকায় খেলে পারফর্ম করেছেন শামীম। প্রথম টি-টোয়েন্টির আগে অসুস্থ থাকায় তিনি খেলতে পারেননি।
দ্বিতীয় ম্যাচের আগে সেরে উঠলেও একাদশে জায়গা পাওয়া তার জন্য সহজ নয়, কারণ ইতোমধ্যে সাইফ দেখিয়েছেন তিনি জায়গাটা নিতে তৈরি। প্রধান সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে দলের সমন্বয় নিয়ে প্রশ্ন করা গেলে তিনি এড়িয়ে গেছেন।
অবশ্য দলের ভেতর স্বাস্থ্যকর এই লড়াইয়ে খুশি সালাউদ্দিন জানান, 'দেখুন দলের কথা তো আমি আপনাকে বলতে পারবো না (কে খেলবে)। যেই আসছে যদি পারফর্ম করে সেটা আসলে দলের ভেতরে একটা স্বাস্থকর প্রতিযোগিতা নিয়ে আসবে। সেটা দলের জন্য অনেক ভালো ফল নিয়ে আসবে। আমাদের যত যারা সাইড লাইনে বসে থাকে তারা যত পারফর্মার হবে সেটা দলের ভেতরে কিন্তু অনেক প্রভাব তৈরি করবে। কাজেই আমাদের পারফর্মার যত আসবে সেটা আমার দলের জন্য ভালো।'
'শামীম অনেক ভালো পারফর্ম করছে। যেহেতু সুস্থ ছিলো না তাই খেলতে পারেনি। সাইফ সুযোগ পেয়েছে, আন্তর্জাতিক শুরুর দিকে আগে হয়তো সে ভালো করেনি। এখন একটা ম্যাচ খেলবে সে ভালো করেছে। সেটা দলের জন্য অনেক ভালো এবং তার নিজের ক্যারিয়ারের জন্য।'
সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। এই ম্যাচ জিতলে সিরিজ নিশ্চিত হয়ে যাবে লিটন দাসের দলের।
Comments