বিসিবি নির্বাচনে সরাসরি লড়াই করবেন বুলবুল

aminul islam bulbul

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে এর আগে সরাসরি লড়াই করার কথা অস্বীকার করে আসছিলেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে কাউন্সিলর হয়ে পরিচালক হওয়ার পথেই আসতে চান বলে জানিয়েছিলেন। তবে এবার তিনি জানালেন, সরাসরি নির্বাচনে অংশ নিবেন।

মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনে বুলবুল নিশ্চিত করেছেন যে তিনি নির্বাচনে অংশ নিতে চান। সেখানে তার সঙ্গে ছিলেন আরও দুই পরিচালক নাজমুল আবেদীন ফাহিম ও স্বপন চৌধুরীর সঙ্গে উপস্থিত ছিলেন তিনি।

উপস্থিত সাংবাদিকদের বুলবুক্ল বলেন, 'অক্টোবরে প্রথম সপ্তাহে, ইনশাআল্লাহ, আমরা নির্বাচন করব। সুষ্ঠু নির্বাচন হবে। এখানে সরাসরি সভাপতি নির্বাচিত হন না; পরিচালকরা নির্বাচিত হন।'

তিনি আরও বলেন, 'ওটাই প্রথম লক্ষ্য, আমি চেষ্টা করব থাকতে। পরবর্তীতে যদি সুযোগ পাই, যেকোনোভাবে দেশের সেবা করার চেষ্টা করব।'

বিসিবির সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকেই বুলবুল একাধিকবার গণমাধ্যমে জানিয়েছেন যে তিনি তার ভূমিকা 'টি২০ ইনিংস'-এর মতো দেখেন—অর্থাৎ দীর্ঘ সময় দায়িত্বে থাকার কোনো ইচ্ছা নেই। তবে এখন দীর্ঘ সময় বিসিবির থাকার ইচ্ছাই প্রকাশ করছেন তিনি।

সাম্প্রতিক সময়ে আলোচনা উঠেছে জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) তার পরিচালক পদে থাকা নিয়ে—যে পথ দিয়েই তিনি বিসিবিতে প্রবেশ করেছিলেন, ফারুক আহমেদকে সরিয়ে। পরে এনএসসি ফারুক আহমেদের পরিচালক পদ বাতিল করলে ৩০ মে আনুষ্ঠানিকভাবে বিসিবির সভাপতি নির্বাচিত হন বুলবুল।

তবে তার সর্বশেষ ঘোষণার পর স্পষ্ট হয়ে উঠেছে, বুলবুল হয়তো আর এনএসসি-মনোনীত পরিচালক হিসেবে থাকছেন না। বরং আসন্ন বিসিবি নির্বাচনে তিনি সরাসরি অংশ নেবেন, যা অনুষ্ঠিত হবে অক্টোবরে প্রথম সপ্তাহে। যদি সফল হন, তবে তিনি চার বছরের জন্য বিসিবি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন এবং চাইলে পরবর্তীতে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগও পাবেন।

দ্যা ডেইলি দৈনিক স্টার জানতে পেরেছে বুলবুল এবার আঞ্চলিক ও জেলা ক্রীড়া সমিতির কাউন্সিলরশিপ ক্যাটাগরি থেকে প্রার্থী হওয়ার পরিকল্পনা করছেন। তিনি হয় ঢাকা বিভাগ কিংবা ঢাকা জেলা ক্রীড়া সমিতির কাউন্সিলরশিপ থেকে মনোনয়ন নেবেন।

২৫ সদস্যের বিসিবি পরিচালনা পর্ষদের মধ্যে ১০ পরিচালক নির্বাচিত হন আঞ্চলিক ও জেলা ক্রীড়া সমিতির কাউন্সিলরদের মাধ্যমে। এছাড়া ঢাকা মহানগরীর ক্লাব প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন ১২ পরিচালক। 'অন্যান্য' ক্যাটাগরি থেকে একজন পরিচালক নির্বাচিত হন, আর এনএসসি থেকে দুই পরিচালক মনোনীত করার ক্ষমতা রয়েছে।

এর আগে সাবেক জাতীয় দলনেতা তামিম ইকবালও এক জাতীয় দৈনিকে সাক্ষাৎকারে বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন।

শিগগিরই বিসিবি তিন সদস্যের একটি নির্বাচন কমিশন ঘোষণা করবে, যারা নির্বাচনের রোডম্যাপ তৈরির দায়িত্বে থাকবে।

Comments

The Daily Star  | English

DU student Ali Husen slapped with 6-month suspension for threatening rape

He posted a Facebook status, threatening to organise a "march for gang rape" against Fahmida

49m ago