ওয়ানডের শীর্ষ অলরাউন্ডার এখন রাজা

Sikandar Raza
সিকান্দার রাজা। ফাইল ছবি: ফিরোজ আহমেদ

সর্বশেষ আইসিসি র‌্যাঙ্কিং আপডেটে শীর্ষে উঠে এসেছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। শ্রীলঙ্কার বিপক্ষে হারারে সিরিজে টানা পারফর্ম করে ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছেন তিনি।

রাজা গত সপ্তাহের দুই ম্যাচে দুটি হাফ-সেঞ্চুরি করার পাশাপাশি প্রথম ওয়ানডেতে ১০ ওভারে ১/৪৮ নেন। যদিও জিম্বাবুয়ে দুটি ম্যাচই হেরেছে, তার ব্যক্তিগত পারফরম্যান্স ছিলো নজরকাড়া।

এই পারফরম্যান্সে ৩০২ রেটিং পয়েন্ট নিয়ে রাজা পেছনে ফেলেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী (২৯২) ও আজমাতউল্লাহ ওমরজাইকে (২৯৬)। ব্যাটিংয়েও নয় ধাপ এগিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ২২তম স্থানে উঠে এসেছেন তিনি।

তবে সিরিজ জয় শ্রীলঙ্কারই। হারারে স্পোর্টস ক্লাবের দুই ম্যাচ জেতার পর বেশ কয়েকজন ক্রিকেটারের র‌্যাঙ্কিংও উন্নতি হয়েছে।

পাথুম নিশাঙ্কা দু'টি ইনিংসে ১২২ ও ৭৬ রান করে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে ১৩তম স্থানে পৌঁছেছেন (৬৫৪ পয়েন্ট), যদিও শীর্ষ দশ অপরিবর্তিত। জানিথ লিয়ানাগেও ১৩ ধাপ এগিয়ে ২৯তম স্থানে পৌঁছেছেন। বোলিং র‌্যাঙ্কিংয়ে আসিথা ফার্নান্দো ছয় ধাপ এগিয়ে ৩১তম ও দিলশান মাদুশাঙ্কা আট ধাপ এগিয়ে ৫২তম স্থানে আছেন।

অন্যদিকে হেডিংলিতে ইংল্যান্ডকে হারানো দক্ষিণ আফ্রিকাও র‌্যাঙ্কিংয়ে প্রভাব ফেলেছে। কেশব মহারাজ চার উইকেট নিয়ে বোলিং র‌্যাঙ্কিংয়ে ৬৯০ পয়েন্টসহ শীর্ষে ৩১ পয়েন্টের ব্যবধান গড়ে তুলেছেন। তার সতীর্থ লুঙ্গি এনগিডি পাঁচ ধাপ এগিয়ে যৌথভাবে ২৩তম স্থানে উঠেছেন। পরাজয়ের পরও জোফরা আর্চার এগিয়ে টপ-২০-এ ঢুকেছেন (১৯তম, ৫৭১ পয়েন্ট)।

নবী যদিও ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে গেছেন, তবে টি-টোয়েন্টিতে লড়াই জোরদার করেছেন। ভারতের হার্দিক পান্ডিয়ার ঠিক পেছনে  দ্বিতীয় স্থানে আছেন তিনি। সপ্তাহজুড়ে শারজাহতে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে তিন ম্যাচে চার উইকেট নিয়েছেন নবী।

আফগানিস্তানের ইব্রাহিম জাদরান টি-টোয়েন্টি ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে ২০তম স্থানে পৌঁছেছেন, ৬৩ (৪০) ও ৬৫ (৪৫)-এর ইনিংস খেলে। পাকিস্তানের সুফিয়ান মুকীম ১১ ধাপ এগিয়ে টি-টোয়েন্টি বোলিং র‌্যাঙ্কিংয়ে ২২তম স্থানে উঠেছেন।

Comments

The Daily Star  | English

Reward for looted police firearms brings no tips

More than 1,300 firearms and over 2,50,000 rounds of ammunition remain missing, with many reportedly now in the hands of criminals

1h ago