দুই ম্যাচের জন্য নিষিদ্ধ দোনারুমা

ফ্রান্সের ঘরোয়া ফুটবল থেকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন পিএসজির ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুমা। লা হার্ভের বিপক্ষে একটি গুরুতর ফাউল করে লাল কার্ড দেখায় তাকে এই শাস্তি দেয় লিগ ওয়ান কর্তৃপক্ষ।

শনিবার রাতে লা হার্ভের বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচের দশম মিনিটে হাই-ফুটেড ক্লিয়ারেন্সে জোসু ক্যাসিমিরের মাথায় আঘাত করে বহিষ্কার হন এই ইতালিয়ান গোলরক্ষক। দুই ম্যাচে নিষেধাজ্ঞার কারণে আগামী দুই সপ্তাহান্তে নঁতে এবং লিলের বিপক্ষে খেলতে পারবেন না দোনারুমা।

তবে ঘরোয়া পর্যায়ে দুটি ম্যাচে খেলতে না পারলেও বুধবার (১৩ ডিসেম্বর) চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে খেলতে পারবেন এই গোলরক্ষক। গুরুত্বপূর্ণ ম্যাচে সেদিন বরুশিয়া ডর্টমুন্ডে বিপক্ষে মাঠে নামবে পিএসজি। সেই ম্যাচের উপর নির্ভর করছে তাদের পরবর্তী রাউন্ড।

চ্যাম্পিয়ন্স লিগে এবার 'এফ' গ্রুপে রয়েছে পিএসজি। ডর্টমুন্ড ছাড়াও এই গ্রুপে রয়েছে এসি মিলান ও নিউক্যাসল ইউনাইটেড। পাঁচ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে এরমধ্যেই নকআউট পর্ব নিশ্চিত করেছে ডর্টমুন্ড। সমান ম্যাচে পিএসজির পয়েন্ট ৭। মিলান ও নিউক্যাসলের পয়েন্ট সমান ৫ করে।

Comments

The Daily Star  | English

Portfolios of 7 advisers redistributed in major shakeup

Sk Bashir Uddin gets commerce, textile ministries; Farooki gets cultural affairs ministry

2h ago