ব্রেন্টফোর্ডে বিধ্বস্ত হওয়ায় রোনালদোদের ছুটি বাতিল

শুরুতেই টানা দুই ম্যাচে হার। এমন বাজে শুরু আর কখনোই দেখেনি ম্যানচেস্টার ইউনাইটেড। স্বাভাবিকভাবেই দলের আত্মবিশ্বাস তলানিতে গিয়ে পৌঁছেছে দলটির। হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে অনুশীলনে বাড়তি মনোযোগ কোচ এরিক টেন হাগের। যে কারণে খেলোয়াড়দের ছুটি বাতিল করে দিয়েছেন তিনি।

শুরুতেই টানা দুই ম্যাচে হার। এমন বাজে শুরু আর কখনোই দেখেনি ম্যানচেস্টার ইউনাইটেড। স্বাভাবিকভাবেই দলের আত্মবিশ্বাস তলানিতে গিয়ে পৌঁছেছে দলটির। হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে অনুশীলনে বাড়তি মনোযোগ কোচ এরিক টেন হাগের। যে কারণে খেলোয়াড়দের ছুটি বাতিল করে দিয়েছেন তিনি।

আগের দিন ব্রেন্টফোর্ডের মাঠে স্বাগতিকদের কাছে রীতিমতো বিধ্বস্ত হয় ম্যানচেস্টার ইউনাইটেড। ৪-০ গোলের ব্যবধানে হারে দলটি। যে কারণে আজ রোববার ছুটি বাতিল করে খেলোয়াড়দের অনুশীলনে ডেকে পাঠান টেন হাগ।

অথচ আগামী ২২ আগস্ট লিভারপুলের বিপক্ষে মাঠে নামার আগে কোনো ম্যাচ নেই ইউনাইটেডের। হাতে সপ্তাহ খানেক সময় থাকলেও এখনই কাজ শুরু করতে চান এ ডাচ কোচ।

এদিকে ক্যারিংটনের এমন হারে ভক্ত-সমর্থকরা তো বটেই পন্ডিতরাও এ নিয়ে নানা সমালোচনা শুরু করেছেন। জেমি রেডকন্যাপ, গ্যারি নেভিলরা রীতিমতো ধুয়ে দিয়েছেন। বাদ দেননি ক্লাবের মালিকদেরও। মালিক পক্ষেরও বড় ভুল দেখছেন জানিয়ে প্রকাশ্যে সমালোচনা করেন তারা।

উদ্বেগ প্রকাশ করেছে ইউনাইটেডের সমর্থকগুষ্ঠিও (ম্যানচেস্টার ইউনাইটেড সাপোর্টার্স ট্রাস্ট), 'জরুরি এবং আমূল পরিবর্তন' আনার আহ্বান জানিয়েছেন তারা। তবে ইউনাইটেডের সিনিয়র ব্যক্তিরা এমন ফলাফলে অসন্তুষ্ট হলেও স্বীকার করেছেন যে বর্তমান অস্বস্তির দ্রুত সমাধান কোনো নেই।

এদিকে নতুন খেলোয়াড় ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণের কোনো উপায় নেই বলেই জানিয়েছেন কোচ এরিক টেন হাগ। যদিও খেলোয়াড় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। কিন্তু তেমন ভালো মানের কাউকে রাজী করাতে পারছেন না। একে দল খেলছে না চ্যাম্পিয়ন্স লিগ। তার উপর মাঠের পারফরম্যান্সও যাচ্ছেতাই। 

Comments