বিশাল হারের পর রোনালদোদের অভিনব শাস্তি টেন হাগের

দিনটা পরিবারের সঙ্গে ছুটিতেই কাটানোর কথা ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়দের। কিন্তু ছুটি বাতিল করে হুট করেই অনুশীলনে ডাকা হয় সব খেলোয়াড়দের। অনিচ্ছা সত্ত্বেও মাঠে এসে আবার অভিনব শাস্তি পেলেন রোনালদোরা। গ্রীষ্মের এ সময়ে ৩০ ডিগ্রি উত্তাপে ১৩.৮ কিলোমিটার দৌড়াতে হলো তাদের।

দিনটা পরিবারের সঙ্গে ছুটিতেই কাটানোর কথা ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়দের। কিন্তু ছুটি বাতিল করে হুট করেই অনুশীলনে ডাকা হয় সব খেলোয়াড়দের। অনিচ্ছা সত্ত্বেও মাঠে এসে আবার অভিনব শাস্তি পেলেন রোনালদোরা। গ্রীষ্মের এ সময়ে ৩০ ডিগ্রি উত্তাপে ১৩.৮ কিলোমিটার দৌড়াতে হলো তাদের।

গত শনিবার ব্রেন্টফোর্ডের মাঠে স্বাগতিকদের কাছে রীতিমতো বিধ্বস্ত হয় ম্যানচেস্টার ইউনাইটেড। ৪-০ গোলের ব্যবধানে উড়ে গেছে দলটি। ম্যাচের প্রথমার্ধেই চার গোল হজম করে তারা। গোল তো দূরের কথা প্রতিপক্ষ শিবিরে সে অর্থে ভীতি ছড়াতেও ব্যর্থ হয় রোনালদোরা।

ম্যাচের শুরুতেই গোলরক্ষকের দুটি ভুলে পিছিয়ে পড়ে ইউনাইটেড। এরপর গলদ দেখা যায় রক্ষণভাগেও। প্রতিপক্ষের খেলোয়াড়দের মার্ক করায় যেন বিশাল উদাসীনতা। মাঝমাঠেও ছিল ছন্নছাড়া ভাব। আক্রমণভাগে ছিল না কোনো ধার। গোল হজম করার পরও খেলোয়াড়দের মধ্যে ঘুরে দাঁড়ানোর তাগিদও দেখা যায়নি।

সবমিলিয়ে গতিতেই বড় পার্থক্য দেখা দেয় দুই দলের মধ্যে। এক পরিসংখ্যানে দেখা গিয়েছে ব্রেন্টফোর্ডের খেলোয়াড়দের ১৩.৮ কিলোমিটার কম দৌড়েছেন ইউনাইটেড খেলোয়াড়রা। যার প্রভাব স্পষ্টই পড়েছে মাঠে। খেলোয়াড়দের দৌড়ের অভাব দেখে হতাশ ইউনাইটেড কোচ এরিক টেন হাগ। তাই শাস্তি হিসেবে পুরো স্কোয়াডকে নিয়মিত অনুশীলনের সঙ্গে বাড়তি সেই ১৩.৮ কিলোমিটার দৌড় দেওয়ালেন তিনি।

গত মৌসুমের বিবর্ণ পারফর্মের পর এবার টেন হাগের উপর অনেক বেশি ভরসা করে ছিল ইউনাইটেড সমর্থকরা। কিন্তু দুই ম্যাচ না যেতেই তা এক প্রকার ধূলিসাৎ হয়ে গিয়েছে। তাতে প্রচুর সমালোচনা চলছে কোচসহ খেলোয়াড়দেরও। বাদ যাচ্ছেন না মালিক পক্ষও। রাখঢাক না রেখে মালিকদের প্রকাশ্য সমালোচনা করেছেন জেমি রেডকন্যাপ, গ্যারি নেভিলদের মতো ক্লাব কিংবদন্তিরা।

Comments