ইউরোপা লিগে রোনালদোদের গ্রুপে সোসিয়েদাদ ও শেরিফ
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠিত হওয়ার পরদিন অনুষ্ঠিত হয়েছে উয়েফা ইউরোপা লিগের গ্রুপ পর্বের ড্র। ক্রিস্তিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড প্রতিপক্ষ হিসেবে পেয়েছে স্পেনের রিয়াল সোসিয়েদাদ ও গতবার চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে হারিয়ে দেওয়া মালদোভার শেরিফ তিরাসপোলকে। 'ই' গ্রুপে এরিক টেন হাগের শিষ্যদের আরেক সঙ্গী সাইপ্রাসের ওমোনিয়া নিকোসিয়া।
শুক্রবার তুরস্কের ইস্তানবুলে ইউরোপের দ্বিতীয় সর্বোচ্চ ক্লাব আসর ইউরোপা লিগের ড্র অনুষ্ঠিত হয়েছে। গত মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগে ষষ্ঠ হওয়ায় এবার এই প্রতিযোগিতায় খেলতে হচ্ছে ইউনাইটেডকে।
প্রিমিয়ার লিগের আরেক ক্লাব আর্সেনাল 'এ' গ্রুপে খেলবে নেদারল্যান্ডসের পিএসভি আইন্দহোভেন, নরওয়ের বুদো/গ্লিমত ও সুইজারল্যান্ডের এফসি জুরিখের বিপক্ষে। গত মৌসুমে প্রথমবারের মতো আয়োজিত ইউরোপা কনফারেন্স লিগে চ্যাম্পিয়ন হওয়া ইতালিয়ান সিরি আর ক্লাব এএস রোমা রয়েছে 'সি' গ্রুপে। জোসে মরিনহোর শিষ্যদের প্রতিপক্ষরা হলো বুলগেরিয়ার লুদোগোরেতস রাজগ্রাদ, স্পেনের রিয়াল বেতিস ও ফিনল্যান্ডের এইচজেকে।
ইউরোপা লিগের গত আসরে শিরোপা জিতেছিল জার্মান বুন্দেসলিগার ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট। চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এবারের মৌসুমে তারা খেলছে ইউরোপের ক্লাব ফুটবলের শীর্ষ আসর চ্যাম্পিয়ন্স লিগে।
ইউরোপা লিগের আট গ্রুপ:
গ্রুপ 'এ': আর্সেনাল, পিএসভি আইন্দহোভেন, বুদো/গ্লিমত, এফসি জুরিখ
গ্রুপ 'বি': দিনামো কিয়েভ, রেন, ফেনেরবাচে, এইকে লারনাকা
গ্রুপ 'সি': এএস রোমা, লুদোগোরেতস রাজগ্রাদ, রিয়াল বেতিস, এইচজেকে
গ্রুপ 'ডি': ব্রাগা, মালমো এফএফ, ইউনিয়ন বার্লিন, ইউনিয়ন সেন্ট জিলোয়াস
গ্রুপ 'ই': ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল সোসিয়েদাদ, শেরিফ তিরাসপোল, ওমোনিয়া নিকোসিয়া
গ্রুপ 'এফ': লাৎসিও, ফেইনুর্ড রটার্ডাম, মিজুল্যান্ড, স্টুয়াম গারাৎজ
গ্রুপ 'জি': অলিম্পিয়াকোস, কারাবাগ, ফ্রেইবুর্গ, নঁতে
গ্রুপ 'এইচ': রেড স্টার বেলগ্রেড, মোনাকো, ফেরেনন্সভারোস, ত্রাবজোন্সপোর।
Comments