লেভানদোভস্কির জোড়া গোলে সহজ জয় বার্সার

ছবি: সংগৃহীত

লা লিগায় নিজের অভিষেক ম্যাচে খুব একটা সুবিধা করে উঠতে পারেননি রবার্ট লেভানদোভস্কি। তখনই নানা কথা উঠেছিল এ ফরোয়ার্ডকে নিয়ে। বুন্ডেসলিগার মতো কাজ সহজ হবে না বলেই মন্তব্য করেছিলেন অনেকে। তবে জবাব দিতে খুব বেশি দেরি করেননি তিনি। পরের ম্যাচেই জোড়া গোল। সে ধারায় আগের দিন রিয়াল ভায়াদলিদের বিপক্ষেও পেলেন জোড়া গোল।

রোববার রাতে ন্যু ক্যাম্পে লা লিগার ম্যাচে রিয়াল ভায়াদলিদের বিপক্ষে ৪-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে বার্সেলোনা। লেভানদোভস্কির জোড়া গোল ছাড়াও লক্ষ্যভেদ করেছেন স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রি ও সের্জি রোবার্তো।

ঘরের মাঠে এদিন ম্যাচে প্রাধান্য বিস্তার করে খেলে বার্সেলোনাই। ৬৮ শতাংশ সময় বল দখলে ছিল তাদের। শটও নেয় ২৪টি, যার ৯টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ৮টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখতে পারে ভায়াদলিদ।

আগের ম্যাচে দুর্দান্ত পারফর্ম করা আনসু ফাতিকে এদিনও মূল একাদশে রাখেননি কোচ জাভি হার্নান্দেজ। চিরাচরিত ৪-৩-৩ পদ্ধতি আক্রমণ সাজান তিনি। দুই প্রান্তে উইঙ্গার হিসেবে খেলান রাফিনহা ও উসমান দেম্বেলেকে। তার সুফল খুব শীগগিরই পায় দলটি। এদিন প্রথমবারের মতো মাঠে নামেন নতুন সাইনিং জুলস কুন্দে। প্রথম ম্যাচেই ধরে রাখেন ক্লিনশিট।

ম্যাচের ২৪তম মিনিটে দলের হয়ে প্রথম গোলটি করেন লেভানদোভস্কি। এ গোলের মূল কারিগর রাফিনহা। ডান প্রান্ত থেকে তার বাড়ানো ক্রস থেকে শেষ মুহূর্তে পা ছুঁইয়ে বল জাল পাঠান লেভানদোভস্কি। এগিয়ে যায় স্বাগতিকরা।

তবে ভাগ্য সঙ্গে থাকলে এগিয়ে যেতে পারতো আরও আগেই। দ্বাদশ মিনিটেই রাফিনহার ক্রস থেকে লেভার হেড বারপোস্টে লেগে ফিরে আসে। এর ১০ মিনিট পর দেম্বেলের শটও পোস্টে লেগে ফিরে ফিরে আসে। তবে তা বড় বাঁধা হয়ে দাঁড়ায়নি দলটির জন্য।

৪৩তম মিনিটে পেদ্রির গোলে ব্যবধান দ্বিগুণ করে দলটি। এবার গোলটির কারিগর আরেক উইঙ্গার দেম্বেলে। ডান প্রান্ত দিয়ে ডি-বক্সে ঢুকে এক খেলোয়াড়কে এড়িয়ে পেদ্রিকে বল বাড়ান তিনি। বল পেয়ে জোরাল শটে লক্ষ্যভেদ করেন এ স্প্যানিশ মিডফিল্ডার।

৬৩তম মিনিটে অসাধারণ এক ব্যাকহিলে নিজের দ্বিতীয় গোল করেন লেভানদোভস্কি। দেম্বেলের কাছ থেকে বল পেয়ে নিয়ন্ত্রণে নিয়ে দুর্দান্ত এক ব্যাকহিলে ডিফেন্ডারের পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠান এ পোলিশ ফরোয়ার্ড।

ভাগ্য সঙ্গে পেলে হ্যাটট্রিকও পেতে পারতেন লেভানদোভস্কি। ম্যাচের যোগ করা সময়ে তার নেওয়া শট গোলরক্ষকের হাতে লেগে বারপোস্টে লেগে ফিরে আসে। তবে আলগা পেয়ে বল জালে পাঠান বদলি খেলোয়াড় ররার্তো। ফলে সহজ জয়ই পায় বার্সা।

প্রথম ম্যাচে ড্র করার পর টানা দুটি ম্যাচে চারটি করে গোল দিল বার্সেলোনা। লা লিগায় তাদের পয়েন্ট এখন ৭। টানা তিন ম্যাচে জয় তুলে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ ও রিয়াল বেটিসের পয়েন্ট ৯ করে।

Comments

The Daily Star  | English

US-China tariff war punishes Bangladesh

Smaller Asian nations, including Bangladesh, have been hit with some of the most punitive duties under the Trump administration’s tariff policy. The official justification for these tariffs was to correct what the administration called unfair trade deficits, where countries export more to the United States than they import.

9h ago