সালাহদের কোচ যোগ দিচ্ছেন বাংলাদেশের ক্লাব ফর্টিসে
প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে উঠে আসা ক্লাব ফর্টিস এফসিতে যোগ দিচ্ছেন ফ্রান্সেসকো ব্রুতো দা কস্তা। তিনি সবশেষ মিশর জাতীয় দলের সহকারী কোচের দায়িত্বে ছিলেন। ফর্টিসেও তিনি থাকবেন সহকারী কোচের ভূমিকায়।
৪০ বছর বয়সী দা কস্তার জন্ম ভারতে। তবে তিনি এখন পর্তুগালের নাগরিক। ২০২১ সালের সেপ্টেম্বরে তিনি মিশর দলে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ-মোহামেদ এলনেনিদের দেখভালের জন্য। তাকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দিলেও এখনও প্রধান কোচের নাম ঘোষণা করেনি ফর্টিস।
প্রিমিয়ার লিগে নবাগত ফর্টিসের পক্ষ থেকে শনিবার জানানো হয়েছে দা কস্তার প্রতিক্রিয়া। নতুন চ্যালেঞ্জ নিয়ে তিনি বলেছেন, 'যখন আমার সঙ্গে যোগাযোগ করা হয় এবং আমাকে ফর্টিসের সভাপতির (শাহিন হাসান) পরিকল্পনা ও দর্শক ব্যাখ্যা করা হয়, তখন তাৎক্ষণিকভাবে আমি এই দারুণ ও উচ্চাভিলাষী প্রকল্পের প্রতি আগ্রহী হয়ে উঠি।'
বাংলাদেশে আগেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে দা কস্তার। তবে সেটা স্বল্প সময়ের জন্য। ২০২০ সালের ডিসেম্বরে প্রিমিয়ার লিগের আরেক ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্রে যোগ দিয়েছিলেন তিনি। সেবার তার ভূমিকা ছিল সহকারী ম্যানেজার ও ফিটনেস কোচের।
ঘরোয়া পেশাদার ফুটবলের দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের গত আসরে চ্যাম্পিয়ন হয় ফর্টিস। ২২ ম্যাচে ১৩ জয় ও ৮ ড্রয়ে ৪৭ পয়েন্ট অর্জন করে তারা। সেকারণে এবার বাংলাদেশের পেশাদার ফুটবলের শীর্ষ আসর প্রিমিয়ার লিগে খেলবে তারা।
Comments