সেভিয়াকে আরও গোল দিতে না পারার আক্ষেপ জাভির
শুরুর দিকে আগ্রাসী ছিল সেভিয়ায়। সে ধাক্কা সামলে নিজেদের গুছিয়ে ম্যাচে ফেরে বার্সেলোনা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি সেভিয়া। একের পর এক আক্রমণে বার্সা ব্যস্ত রাখে স্বাগতিক শিবিরকে। তিনটি গোলও পায় কাতালানরা। তবে ব্যবধানটা হতে পারতো আরও বড়। জয় পেয়ে খুশি হলেও সুযোগ নষ্ট করার আক্ষেপে পুড়ছেন দলের প্রধান কোচ জাভি হার্নান্দেজ।
ম্যাচ শেষে বার্সা কোচ বলেন, 'আমরা শুরুটা ভালো করিনি, পরে আমরা প্রতিপক্ষের অর্ধে খেলতে শুরু করেছি, নিজেদের সুযোগ তৈরি করেছি। সাধারণভাবে, এটা খুব ভাল একটি ম্যাচ ছিল তবে আমাদের আরও গোল করার সুযোগ ছিল। যদিও আমরা ইতিবাচক গতিশীল ছিলাম তবে আমাদের এই মুহূর্তগুলোর সদ্ব্যবহার করতে হবে। সেভিয়ায় ০-৩ ব্যবধানে জয় পাওয়াটা খুবই ভালো লক্ষণ।'
সেভিয়ার মাঠে শনিবার রাতে লা লিগার ম্যাচে স্বাগতিকদের ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। এদিন বার্সেলোনার হয়ে প্রথম অফিশিয়াল গোল পেয়েছেন রাফিনহা। বার্সেলোনার জার্সিতে প্রথম গোল পেয়েছেন এরিক গার্সিয়াও। এছাড়া গোল পেয়েছেন রবার্ট লেভানদোভস্কি।
এদিন ম্যাচের ২১তম মিনিটেই রাফিনহার গোলে এগিয়ে যায় বার্সেলোনা। তবে তিন মিনিট পর আরও একটি গোল পেতেই পারতেন। কিন্তু উড়িয়ে মেরে নষ্ট করেন সুযোগ। ৩৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লেভানদোভস্কি।
বিরতির আগে আরও দুটি গোল পেতে পারতো বার্সা। নির্ধারিত সময়ে শেষ দিকে ফাঁকায়ও পেয়ে হেড লক্ষ্যে রাখতে পারেননি কুন্দে। যোগ করা সময়ে সেভিয়া ফাঁকায় বল পেয়েও বাইরে মারেন উসমান দেম্বেলে। দ্বিতীয়ার্ধে অবশ্য পাঁচ মিনিট যেতেই গার্সিয়ার গোলে ব্যবধান বাড়ায় বার্সা।
৬২তম মিনিটে লেভানদোভস্কির শট দারুণ দক্ষতায় ঠেকান সেভিয়ার গোলরক্ষক ইয়াসিন বুনো। ১১ মিনিট পর ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ নষ্ট করেন তারা। গোলরক্ষককে একা পেয়েও তার বরাবর মারেন লেভানদোভস্কি। ফিরতি বলে ফ্র্যাঙ্কি ডি ইয়ংয়ের শট ঠেকান এক ডিফেন্ডার। ৮০তম মিনিটে ডি ইয়ংয়ের আরও একটি প্রচেষ্টা অল্পের জন্য বাইরে গেলে নষ্ট হয় সুযোগ।
Comments