পিএসজির স্বপ্নপূরণ করবেন মেসি, প্রত্যাশা আগুয়েরোর
একটি চ্যাম্পিয়ন্স লিগের জন্য অনেক বছর ধরেই মরিয়া হয়ে চেষ্টা করে যাচ্ছে ফরাসি ক্লাব পিএসজি। এরজন্য কাড়িকাড়ি টাকাও খরচ করেছে ক্লাবটি। ফাইনাল খেললেও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি তাদের। এমনকি গত মৌসুমে লিওনেল মেসিকে দলে টেনেও পারেনি। তবে এবার মেসি সেরা ছন্দে ফেরায় পিএসজির চ্যাম্পিয়ন্স জয়ের সম্ভাবনাটা বেড়েছে বলে মনে করেন জাতীয় দলের সাবেক সতীর্থ সের্জিও আগুয়েরো।
অনেক নাটকীয়তার পর গত মৌসুমে মেসিকে দলে টানে পিএসজি। তবে পুরো মৌসুম জুড়েই মেসিকে সংগ্রাম করতে দেখা গিয়েছে ফরাসি লিগে। যদিও চ্যাম্পিয়ন্স লিগে কিছুটা সাবলীল ছিলেন। দলটিও খেলছিল দারুণ। কিন্তু দ্বিতীয় রাউন্ডে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের মাত্র ১৭ মিনিটের ঝড়ে হেরে বিদায় নেয় দলটি।
তবে এবার শুরু থেকেই ভিন্ন মেসিকে দেখা গিয়েছে। ফরাসি লিগেও দারুণ খেলছেন। এরমধ্যেই টি গোল করেছেন ৫ ম্যাচ খেলে। তবে এরমধ্যে ৫টি অ্যাসিস্টও করেছেন তিনি। বর্তমান সময় গোলের চেয়ে যে গোল করাতেই বেশি ভালোবাসেন। তারচেয়েও বড় কথা কিলিয়ান এমবাপের সঙ্গে তার রসায়নটাও জমে উঠেছে দারুণ। তাতেই আশার পালে হাওয়া লেগেছে দলটির।
আর পিএসজিতে এমন সেরা ছন্দে মেসিকে দেখে দারুণ উচ্ছ্বসিত তার বন্ধু আগুয়েরো। সম্প্রতি স্টেককে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, 'লিও যে দলে আছে তারা সবসময় (চ্যাম্পিয়ন্স লিগের) প্রার্থী। ওকে দেখে মনে হচ্ছে ও ওর সেরা অবস্থানে ফিরে এসেছে। লিওর সেই বিজয়ী মানসিকতা রয়েছে এবং সব কিছু অর্জন করার আকাঙ্খা যা যেকোনো দলের প্রয়োজন।'
মেসির সঙ্গে এমবাপে ও নেইমারের মতো দুর্দান্ত খেলোয়াড়দের কারণে এবার পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগে এগিয়ে রাখছেন এ আর্জেন্টাইন, 'আমরা ওর প্রতিযোগিতামূলক মনোভাব সম্পর্কে জানি। এবং তারচেয়েও বড় ব্যাপার ও (কিলিয়ান) এমবাপে এবং নেইমারের মতো দুর্দান্ত খেলোয়াড়দের সঙ্গে রয়েছে এবং পিএসজিও ইতোমধ্যেই ইউরোপে অনেক অভিজ্ঞতা অর্জন করেছে।'
আগামীকাল মঙ্গলবার জুভেন্তাসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে পিএসজির এবারের চ্যাম্পিয়ন্স লিগের মিশন।
Comments