বায়ার্নের বিপক্ষে ইতিহাস বদলাতে মরিয়া জাভি

গত কয়েক বছরে বার্সেলোনার জন্য রীতিমতো ভয়ঙ্কর প্রতিপক্ষ হয়ে উঠেছে বায়ার্ন মিউনিখ। মাঠে নামলেই যেন বড় হার অবধারিত। বিধ্বস্ত হওয়ার রেকর্ডও রয়েছে। তবে এবার তারা সে ধারা ভেঙে বাভারিয়ান দের চ্যালেঞ্জ জানাবে বলেই বিশ্বাস করেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ।
চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত মোট ১১ বার মুখোমুখি হয়েছে বার্সেলোনা ও বায়ার্ন। এরমধ্যে ৮ বারই জিতেছে জার্মান ক্লাবটি। শেষ ৪টি লড়াইয়ে টানা জিতেছে তারা। সেখানে গোলের ব্যবধান ১৭-৪। এরমধ্যে একবার তো জিতেছে ৮-২ গোলের ব্যবধানে।
এমন রেকর্ড সামনে রেখে আজ মঙ্গলবার রাতে ফের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বায়ার্নের মুখোমুখি হবে বার্সেলোনা। ম্যাচটি আবার অনুষ্ঠিত হবে বায়ার্নের মাঠে আলিয়াঞ্জ অ্যারেনাতে। যেখানে জয়ের কোনো রেকর্ড নেই বার্সেলোনার। তবে এবার ইতিহাস বদলাতে মরিয়া হয়ে উঠেছেন বার্সা কোচ জাভি।
'আমি মনে করি আমাদের কাছে অনেক প্রত্যাশা রয়েছে। ম্যাচটি কিছু পরিবর্তন করে না, তবে আমরা সিদ্ধান্তে আসতে পারি না। নয় মাস কেটে গেছে এবং সবকিছু অন্যরকম দেখাচ্ছে। আমরা অনেক দিক থেকে উন্নতি করেছি। আমরা দেখেছি আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম,' এমনটাই বলেন জাভি।
এবার ইতিহাস পরিবর্তন করতে পারেন বলেই বিশ্বাস করেন বার্সা কোচ, 'আমরা রোমাঞ্চিত, এই ম্যাচটি জিততেও পারি এবং ইতিহাস পরিবর্তন করতে পারি। আমরা বিশ্বের অন্যতম সেরা ক্লাবের বিপক্ষে খেলতে যাচ্ছি এবং তাদের একজন দুর্দান্ত কোচ রয়েছে। আমরা দেখাতে চাই আমরা কোন স্তরে রয়েছি।'
'আমি বলব না যে এটা একটা আতঙ্কের বাড়ি, এটা বায়ার্ন মিউনিখ। আমি মুদ্রার উভয় দিক দেখেছি, পক্ষে এবং বিপক্ষে গোল দেখেছি। বিষয়গুলো জটিল। আমরা এই মাঠে জিততে পারিনি এবং যা আমাদের অস্বস্তির কথা বলে। তবে আমরা এরজন্য অপেক্ষা করছি,' যোগ করেন জাভি।
Comments