শেষ মুহূর্তের গোলে জিতল লিভারপুল

ঘরের মাঠে আয়াক্সের বিপক্ষে পয়েন্ট হারানোর শঙ্কায় ছিল লিভারপুল। আশা যখন একদম নিভু নিভু তখন ঝলক দেখান জোয়েল মাতিপ। তার হেডে প্রত্যাশিত পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে  ইয়ুর্গেন ক্লপের দল।

মঙ্গলবার রাতে অ্যানফিল্ডে চ্যাম্পিয়ন্স লিগের 'এ' গ্রুপের ম্যাচ লিভারপুল জিতেছে ২-১ গোলে। দলের হয়ে প্রথম গোল করেছিলেন মোহামেদ সালাহ। মোহাম্মদ কুদুসের গোলে সমতায় ফিরে আয়াক্স লিভারপুলকে রেখেছিল দুশ্চিন্তায়। যা পরে দূর করেন মাতিপ।

সাম্প্রতিক সময়ে লিভারপুলে চলছে ভাটার টান। ইংলিশ প্রিমিয়ার লিগে তার পারফরম্যান্স উঠা-নামার মধ্যে। এভারটনের সঙ্গে ড্র করে হোঁচট খায় তারা। চ্যাম্পিয়ন্স লিগে নেমে নাপোলির কাছে হেরেছিল ৪-১ গোলে। আয়াক্সকে হারাতে পারা দলটির জন্য তাই বেশ স্বস্তির।

খেলার শুরুতে গোল পেতে অবশ্য দেরি হয়নি লিভারপুলের। ১৭ মিনিটে লুইস দিয়াসের হেড থেকে বল পান দিয়াগো জোটা। তিনি পাস বাড়ান সালাহকে। বক্সের মধ্যে থাকা সালাহ বল নিয়ে মাপা শটে খুঁজে নেন জাল।

পাঁচ মিনিট পর আবার এসেছিল সুযোগ। এবার দিয়াসের শট বারের পাশ দিয়ে চলে গেলে হতাশ হয় অল রেডসরা। উল্টো ২৭ মিনিটে অ্যান ফিল্ড নীরব করে দেয় আয়াক্স। বা প্রান্তে তৈরি হওয়া আক্রমণে বল পেয়ে তীব্র গতিতে শট মারেন কুদুস। বারে লেগে তা ঢুকে যায় জালে ।

৩৫ মিনিটে ভার্জিল ফন ডাইকের হেড ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন আয়াক্স কিপার। মিনিট সাতেক পর দলকে আরেক দফা বাঁচান তিনি। ড্রয়ের শঙ্কা নিয়ে বিরতির পর নামা লিভারপুল বাড়ায় আক্রমণের ধার। তবে গোলমুখ আর খুলছিল না।

ক্রমেই স্বাগতিক শিবিরে বাড়ছিল হতাশা। প্রতি আক্রমণে সুযোগ পেয়ে কয়েকবার আতঙ্কও ছড়িয়ে যায় আয়াক্স। খেলা যখন নিশ্চিত ড্রয়ের দিকে তখনই নাটকীয়তা। কর্ণার থেকে বল পেয়ে মাতিপের হেড প্রতিপক্ষের ডিফেন্ডার ফিরিয়ে দিলেও ততক্ষণে তা গোললাইন পেরিয়ে যায়। রেফারি গোলের বাঁশি বাজাতে হাফ ছেড়ে বাঁচে ইংলিশ জায়ান্টরা।

এই জয়ে দুই  ইয়াচে এক হার, এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল। আয়াক্স আছে তিন নম্বরে। লিভারপুলকে প্রথম ম্যাচে হারানো নাপোলি আছে শীর্ষে।

Comments

The Daily Star  | English

Diplomatic push loses steam

Iran says European proposals ‘unrealistic’; Trump says Europe’s diplomacy unlikely to yield results

6h ago