ভালো খেলেও হারায় মেজাজ খারাপ জাভির
ম্যাচের শুরু থেকেই দাপট ছিল বার্সেলোনার। প্রতিপক্ষের সীমানায় ভীতি ছড়িয়েও কাঙ্ক্ষিত গোলের ঠিকানা আর পায়নি তারা। উল্টো দুই গোল খেয়ে হারতে হয়েছে ম্যাচ। এমন হার একদমই মেনে নিতে পারছেন না বার্সা কোচ জাভি হার্নান্দেজ।
মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বায়ার্নের মাঠে গিয়ে ২-০ গোলে হারে বার্সা। লুকাস হার্নান্দেজ ও লিরয় সানের করা দুটি গোলই এসেছে বিরতির পর।
প্রথমার্ধের খেলা দেখলে মনে হবে এই ম্যাচ পরিষ্কার ব্যবধানে জেতার কথা বার্সারই। নিজেদের মুঠোয় থাকা ম্যাচ এভাবে ফসকে বেরিয়ে যাওয়ার যন্ত্রণায় পুড়ছেন জাভি। ম্যাচ শেষে মুভিস্টার টিভিকে তিনি বলেন হারটা একদম প্রাপ্য ছিল না তাদের, 'আমার মেজাজ খারাপ, খুবই মেজাজ খারাপ। আমি হারতে ভালোবাসি না। আজ হারটা আমাদের প্রাপ্য ছিল না। আমার মনে হয়েছে আমরাই ভালো খেলেছি, প্রভাব বিস্তার করেছি। আমরা ছয়-সাতটা সুযোগ হাতছাড়া করেছি।'
চ্যাম্পিয়ন্স লিগে এই বায়ার্নের কাছে ৮ গোলে বিধ্বস্ত হওয়ার তেতো স্মৃতি আছে বার্সার। আগে যে রবার্ট লেভানদভস্কি ছিল বায়ার্নের, তিনি এবার ছিল বার্সার জার্সিতে। কিন্তু জার্সি বদলে মিউনিখে যাওয়া এই পোলিশ ম্যাচে প্রভাব তৈরি করতে পারেননি। বার্সাও তুলতে পারেনি শোধ। গ্রুপ 'সি'র ম্যাচ জিতে বায়ার্নই থাকল শীর্ষে।
জাভি জানান, কয়েকটা সুর্বণ সুযোগ হাতছাড়া না করলে গোটা পরিস্থিতি হতো ভিন্ন, 'আমরা যদি সুযোগ কাজে লাগাতে পারতাম তাহলে ফল ভিন্ন হতো। এটাই চ্যাম্পিয়ন্স লিগ। আপনাকে ভুল সংখ্যা কমাতে হবে। আমরা ভুল করে ওদের সুযোগ করে দিয়েছি। '
Comments