ফাইনালের আগে সতীর্থদের সাবিনার বার্তা

এবার সাফে কোন গোল হজম না করে চার ম্যাচে প্রতিপক্ষের জালে বাংলাদেশ  ঢুকিয়েছে ২০ গোল

মালদ্বীপ-পাকিস্তান-ভারত-ভুটান। একে একে চার প্রতিপক্ষকে গোল-বন্যায় গুঁড়িয়ে এবার সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে বাংলাদেশ। প্রতিপক্ষ স্বাগতিক দল নেপাল হলেও টুর্নামেন্টের ছন্দ বলছে ফেভারিট সাবিনা খাতুনের দল। শিরোপা জয়ের মিশনে নামার আগে বাংলাদেশ অধিনায়ক সাবিনা তার সতীর্থের দিয়েছেন হার না মানার বার্তা। 

এবার সাফে কোন গোল হজম না করে চার ম্যাচে প্রতিপক্ষের জালে বাংলাদেশ  ঢুকিয়েছে ২০ গোল। মালদ্বীপকে ৩-০ গোলে হারানোর পর পাকিস্তানকে ৬-০ গোলে গুঁড়িয়ে দেন সাবিনারা।

পরে ভারতকে ৩-০ গোলে হারিয়ে হয় গ্রুপ সেরা। কৃষ্ণা রানি সরকার, সিরাত জাহান স্বপ্নাদের ঝলক দেখা যায় সেমিফাইনালে। ভূটানকে ৮-০ গোলে উড়িয়ে ফাইনালে পা রাখে বাংলাদেশ।

অন্য দিকে ভারতকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে আসা নেপালও বেশ শক্তিশালী। নিজেদের ঘরের মাঠে খেলা হওয়ায় দর্শক ও মাঠের সমর্থন পাচ্ছে তারা। বাংলাদেশকে সেদিক থেকে নিজেদের স্কিল আর তীব্র তাড়নায় জয় করতে হবে সব চাপ।

ফাইনালে নামার আগে সাবিনা সতীর্থদের বলছেন কোনভাবেই চাপ নেয়া যাবে, খেলার ভেতর থেকে কেউ বিচ্যুত হবে না, 'দলকে একটা কথাই বলেছি, যেহেতু ফাইনাল, সেহেতু যেকোনো কিছুই হতে পারে। আমার বিশ্বাস মেয়েরা গেম থেকে হারাবে না। তারা এখন পরিণত। মারিয়া-মনিকাদের বয়স এখন আর ১৪-১৫ বছর নেই। তারা এখন বড় হয়েছে এবং বুঝতে পারে, গেম ধরতে পারে। আমার মনে হয় কোনো চাপ মেয়েদের ভেতরে থাকবে না, তারা স্বাভাবিক খেলাটাই খেলবে।'

বাংলাদেশ সময় বিকেল সোয়া ৫টায় কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে শুরু হবে এবারের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল। খেলাটি দেখা যাবে elevensports.com ওয়েবসাইটে।

Comments

The Daily Star  | English
Police implicate dead men in vandalism case

Police see dead man running

Prisoners, migrants, even the deceased get implicated in cases

11h ago