শতভাগ ফিট থাকলে আমি প্রতিপক্ষের জন্য কঠিন: নেইমার

নেইমারের সঙ্গে ইনজুরির সখ্যতা যেন একটি বেশিই উষ্ণ। ক্যারিয়ারের অনেক লম্বা সময়ই এ কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। পাশাপাশি ভুগিয়েছে মাঠের বাইরের কিছু কর্মকাণ্ডও। কিন্তু বর্তমানে বেশ গোছানো তিনি, একই সঙ্গে ইনজুরিমুক্তও। ফলে মাঠে ভয়ঙ্কর রূপেই দেখা যাচ্ছে তাকে। শতভাগ ফিট ও সুখি নেইমার যে কতোটা কঠিন, তার ছাপ মাঠে রাখছেন এ ব্রাজিলিয়ান।

নেইমারের সঙ্গে ইনজুরির সখ্যতা যেন একটি বেশিই উষ্ণ। ক্যারিয়ারের অনেক লম্বা সময়ই এ কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। পাশাপাশি ভুগিয়েছে মাঠের বাইরের কিছু কর্মকাণ্ডও। কিন্তু বর্তমানে বেশ গোছানো তিনি, একই সঙ্গে ইনজুরিমুক্তও। ফলে মাঠে ভয়ঙ্কর রূপেই দেখা যাচ্ছে তাকে। শতভাগ ফিট ও সুখি নেইমার যে কতোটা কঠিন, তার ছাপ মাঠে রাখছেন এ ব্রাজিলিয়ান।

শুক্রবার রাতে ফ্রান্সের স্তাদে ওসেয়ানে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ঘানাকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। ম্যাচে জোড়া গোল পেয়েছেন টটেনহ্যাম ফরোয়ার্ড রিচার্লিসন। অপর গোলটি করেছেন পিএসজি ডিফেন্ডার মার্কুইনোস। গোল না পেলেও দুটি গোলের যোগানদাতা নেইমার। পুরো ম্যাচেই দুর্দান্ত খেলেছেন তিনি।

তবে শুধু এ ম্যাচেই নয়, চলতি মৌসুমের শুরু থেকেই অনন্য নেইমার। পিএসজির হয়ে দুর্দান্ত পারফরম্যান্স ধারাবাহিকভাবে করে যাচ্ছেন তিনি। মাঠে নামলেই গোল কিংবা অ্যাসিস্ট মিলছেই তার। এমন দারুণ ছন্দে খেলতে পারাটা ফিট ও সুখি থাকার কারণেই হচ্ছে বলে জানান নেইমার।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ ব্রাজিলিয়ান বলেন, 'আমি ফুটবল খেলছি, শারীরিকভাবে ভালো আছি। এটা আমাকে অনেক সাহায্য করেছে। আমার সমস্যা কখনোই মাঠে ছিল না, কিন্তু কিছু ইনজুরি পথে বাধা হয়ে দাঁড়ায়। যখন আমি সম্পূর্ণ শতভাগ ফিট থাকি এবং খুশি থাকি, তখন এটা প্রতিপক্ষের জন্য অনেক কঠিন।'

সাম্প্রতিক সময়ে নিজেদের চেনা ফুটবল থেকে যেন কিছুটা সরে এসেছিল ব্রাজিল। কোচ তিতের অধীনে আগ্রাসী ব্রাজিলকে সেই অর্থে দেখা যাচ্ছিল না। আগের দিন ঘানার বিপক্ষে যেন পুরনো ব্রাজিলকেই দেখা গেছে। ম্যাচে প্রায় চেটিয়া প্রাধান্য বিস্তার করে খেলেছে দলটি। ২১টি শট নিয়ে ৯টি শট লক্ষ্যে রাখে তারা।

দলের মনোভাব পরিবর্তনেও ভূমিকা রেখেছেন নেইমার, 'আমি গতকাল অনুশীলনে যোগ দিয়েছি এবং আমি বলেছি আমরা এমন একটি দল যাদের জনতা আক্রমণাত্মক হিসাবে জানে। কেউ পছন্দ করুক বা না করুক, পকুয়েতাসহ থাকবে চার ফরোয়ার্ড। আমি সবার সঙ্গে কথা বলেছিলাম আমরা যদি এমনভাবে খেলতে চাই, তাহলে একসঙ্গে খেলতে হবে, একজন অন্যজনকে সাহায্য করতে হবে। এমনকি রক্ষণে গিয়েও সাহায্য করতে। সবাইকে দৌড়াতে হবে।'

Comments