ক্ষতিপূরণের দ্বিগুণ পেলেন কৃষ্ণা-সানজিদা-শামসুন্নাহার
সাফ চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরা নারী ফুটবলারদের নিয়ে উৎসবের মাঝে একটি বিব্রতকর খবর তৈরি করেছিল অস্বস্তি। লাগেজ থেকে তিন নারী ফুটবলারের অর্থ খোয়া যাওয়ার ঘটনা ঘটেছিল। প্রতিশ্রুতি অনুযায়ী খোয়া যাওয়া অর্থের দ্বিগুণ ক্ষতিপূরণ বুঝে পেয়েছেন তারা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) উইমেন উইংসের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানিয়েছিলেন, খোয়া যাওয়া জিনিস পাওয়া না গেলে ক্ষতিপূরণ দেবেন তারা।
শেষ পর্যন্ত নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করেছেন তারা। কিরণ তার ব্যক্তিগত তহবিল থেকে প্রায় দ্বিগুণ পরিমাণ ক্ষতিপূরণ দিয়েছেন।
শামসুন্নাহার সিনিয়রের ব্যাগ থেকে খোয়া গিয়েছিল ৪০০ ডলার। তিনি পেয়েছেন ১ লাখ টাকা। কৃষ্ণা রানী সরকারের লাগেজ থেকে হারিয়েছিল ৯০০ ডলার। যেখানে সানজিদা আক্তারের ছিল আইফোন কেনার ৪০০ ডলার।
৪০০ ডলারের বদলে সানজিদাকে আইফোন থার্টিন প্রো-ম্যাক্স কিনে দিয়েছেন কিরণ। আর কৃষ্ণা পেয়েছেন দেড়লাখ টাকা।
বাফুফেতে কিরণ গণমাধ্যমকে জানান বাফুফের পক্ষ থেকে সেটা তারা দিয়ে দিয়েছেন, 'মেয়েদের টাকা চুরির বিষয়ে গতকাল সংবাদ সম্মেলন করেছিলাম এবং আমি বলেছিলাম, বাংলাদেশ বিমান বা সিভিল এভিয়েশনের পক্ষ থেকে এই টাকা যদি না দেওয়া হয়, তাহলে বাফুফে বা সভাপতি বা আমার পক্ষ থেকে মেয়েদের টাকাটা দিয়ে দেওয়া হবে এবং সেটা আজ আমরা দিয়ে দিচ্ছি।'
হারিয়ে যাওয়া ডলার আর খুঁজে পাওয়ার সম্ভাবনা নেইল সিভিল এভিয়েশন ও বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে তারা কিছু করতে পারবে না।
এদিকে ক্ষতিপূরণ বুঝে পেয়ে ভীষণ খুশি ফুটবলাররা। সানজিদা জানান তার স্বপ্ন পূরণ হয়েছে, 'আমি খুব খুশি, আমার খুব ভালো লাগছে। আমার স্বপ্ন ছিল আমার যে প্রাইজমানি সেটার সঙ্গে আরও কিছু টাকা যোগ করে আইফোন কিনব, এখন সেটা পেয়ে গেছি।'
টাকা পেয়ে মায়ের জন্য মালা কিনতে যাওয়ার কথা জানান কৃষ্ণা, 'টাকাটা ফিরে পেয়ে খুশি। আমি আজকেই দোকানে যাব এবং মায়ের জন্য যে মালাটা দেখেছিলাম, সেটা কিনব।'
শামসুন্নাহার জানান, হারিয়ে যাওয়া অর্থের থেকে অনেক বেশি পাওয়ায় তারা ভীষণ আনন্দিত, 'আমরা যতটুকু হারিয়েছি, তার চেয়ে বেশি পেয়েছি। আমরা আসলেই খুশি।'
Comments