ভিডিওতে ব্রাজিলের পাঁচ গোল

বিশ্বকাপের প্রস্তুতি সামনে রেখে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তিউনিসিয়াকে বড় ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। তিতের দল আফ্রিকান দলটিকে বিধ্বস্ত করে ৫-১ গোলে। দেখে নেওয়া যাক ব্রাজিলের সবগুলো গোল।

প্রথম গোল

একাদশ মিনিটে মাঝমাঠ থেকে কাসেমিরোর ক্রসে মাথা ছুঁইয়ে জাল কাঁপান বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনহা।

দ্বিতীয় গোল

রাফিনহার রক্ষণচেরা পাসে নিচু শটে গোল করেন টটেনহ্যাম হটস্পারের স্ট্রাইকার রিচার্লিসন। ব্রাজিল এগিয়ে যায় ২-১ গোলে

তৃতীয় গোল

১০ মিনিট পর সফল পেনাল্টিতে গোলদাতাদের তালিকায় নাম ওঠান পিএসজি তারকা নেইমার। ব্রাজিলের হয়ে এটি তার ৭৫তম গোল। ব্যবধান ৩-১।

চতুর্থ গোল

৪০তম মিনিটে চালকের আসনে বসে পড়ে ব্রাজিল। রিচার্লিসনের পাসে ম্যাচে নিজের দ্বিতীয় গোলের স্বাদ নেন রাফিনহা। ডি-বক্সের প্রান্ত থেকে তার বাঁ পায়ের শট পোস্টের ভেতরের দিকে লেগে পৌঁছায় জালে। ব্রাজিল পায় চতুর্থ গোল।

পঞ্চম গোল

৭৪তম মিনিটে জাতীয় দলের জার্সিতে প্রথম গোল করেন পেদ্রো। আরেক বদলি রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের পাস তালবির গায়ে লাগার পর ডি-বক্সের ভেতরে দারুণ ভলিতে লক্ষ্যভেদ করেন তিনি। ৫-১ নিশ্চিত করে মাঠ ছাড়ে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

7h ago