নেশন্স লিগ: উত্তরণ, অবনমন ও সেরা চার
উয়েফা নেশন্স লিগের তৃতীয় আসরের গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে গতকাল। শেষ দিনে আগের দিন চতুর্থ দল হিসেবে সেমি-ফাইনাল নিশ্চিত করেছে স্পেন। ম্যাচের শেষ দিকের গোলে ক্রিস্তিয়ানো রোনালদোদের স্বপ্ন ভেঙে দেয় তারা। সেমি-ফাইনালের চারটি স্থানের সঙ্গে বিভিন্ন স্তরের উত্তরণ ও অবনমন দলগুলোও নির্ধারিত হয়েছে।
তবে আগের দিন হার এড়াতে পারলেই সেমি-ফাইনালে উঠে যেত পর্তুগাল। আক্রমণাত্মক ফুটবল খেলে অনেক সুযোগও মিলেছিল তাদের। কিন্তু রোনালদো-জোটাদের মিসে লক্ষ্যভেদ হয়নি একটিও। ৮৮তম মিনিটে আলভারো মোরাতার গোলে উল্টো জয় তুলে সেমি-ফাইনাল নিশ্চিত করে স্পেন।
স্পেন ছাড়া সেমি-ফাইনাল নিশ্চিত করেছে ইতালি, নেদারল্যান্ডস ও ক্রোয়েশিয়া। আগামী বছরের ১৪ ও ১৫ জুন সেমি-ফাইনাল অনুষ্ঠিত হবে নেশন্স লিগের। তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ জুন। রেলিগেশনের প্লে-অফ ম্যাচ হবে ২১-২৩ এবং ২৪-২৫ মার্চ।
চলুন দেখে নেওয়া যাক প্রতিটি গ্রুপের শেষ অবস্থা
লিগ এ
গ্রুপ এ১
ক্রোয়েশিয়া ১৩, ডেনমার্ক ১২, ফ্রান্স ৫ ও অস্ট্রিয়া ৪ পয়েন্ট।
সেমি-ফাইনালে জায়গা করে নিয়েছে ক্রোয়েশিয়া।
অস্ট্রিয়া লিগ বি'তে অবনমন।
গ্রুপ এ২
স্পেন ১১, পর্তুগাল ১০, সুইজারল্যান্ড ৯ ও চেক রিপাবলিক ৪ পয়েন্ট।
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমি-ফাইনালে স্পেন।
লিগ বি'তে অবনমন চেক রিপাবলিকের।
গ্রুপ এ৩
ইতালি ১১, হাঙ্গেরি ১০, জার্মানি ৭ ও ইংল্যান্ড ৩ পয়েন্ট।
সেমি-ফাইনাল নিশ্চিত করেছে ইতালি।
লিগ বি'তে নেমে গেছে ইংল্যান্ড।
গ্রুপ এ৪
নেদারল্যান্ডস ১৬, বেলজিয়াম ১০, পোল্যান্ড ৭ ও ওয়েলস ১ পয়েন্ট।
সেমি-ফাইনালে জায়গা করে নিয়েছে নেদারল্যান্ডস।
গ্রুপ বি'তে অবনমন ওয়েলসের।
লিগ বি
গ্রুপ বি১
স্কটল্যান্ড ১৩, ইউক্রেন ১১, আয়ারল্যান্ড ৭ ও আর্মেনিয়া ৩ পয়েন্ট
স্কটল্যান্ড লিগ এ'তে উন্নিত হয়েছে
লিগ সি'তে অবনমন আর্মেনিয়ার।
গ্রুপ বি২
ইসরায়েল ৮, আইসল্যান্ড ৪, আলবেনিয়া ২ ও রাশিয়া ০ পয়েন্ট
লিগ এ'তে উঠেছে ইসরায়েল।
লিগ সি'তে অবনমন হয়েছে রাশিয়ার।
গ্রুপ বি৩
বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা ১১, ফিনল্যান্ড ৮, মন্টেনিগ্রো ৭ ও রোমানিয়া ৭ পয়েন্ট।
বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা উঠেছে গ্রুপ এ'তে।
রোমানিয়া নেমে গেছে লিগ সি'তে।
গ্রুপ বি৪
সার্বিয়া ১৩, নরওয়ে ১০, স্লোভেনিয়া ৬ ও সুইডেন ৪ পয়েন্ট।
সার্বিয়া লিগ এ'তে উন্নিত।
লিগ সি'তে অবনমন হয়েছে সুইডেনের।
লিগ সি
গ্রুপ সি১
তুরস্ক ১৩, লুক্সেমবার্গ ১১, ফারাও আইল্যান্ড ৮ ও লিথুনিয়া ১ পয়েন্ট।
তুরস্ক লিগ বি'তে উঠেছে।
রেলিগেশন প্লে-অফ খেলতে হবে লিথিনিয়াকে
গ্রুপ সি২
গ্রীস ১৫, কসোভো ৯, নর্দার্ন আইল্যান্ড ৫ ও সাইপ্রাস ৫ পয়েন্ট।
লিগ বি'তে উত্তরণ হয়েছে গ্রীসের।
রেলিগেশন প্লে-অফ খেলতে হবে সাইপ্রাসকে।
গ্রুপ সি৩
কাজাখস্তান ১৩, আজারবাইজান ১০, স্লোভাকিয়া ৭ ও বেলারুশ ৩ পয়েন্ট।
লিগ বি'তে উঠেছে কাজাখস্তান।
রেলিগেশন প্লে-অফ খেলতে হবে বেলারুশকে
গ্রুপ সি৪
জর্জিয়া ১৬, বুলগেরিয়া ৯, উত্তর মেসেডোনিয়া ৭ ও জিব্রাল্টার ১ পয়েন্ট।
লিগ বি'তে উঠেছে জর্জিয়া।
রেলিগেশন প্লে-অফ খেলতে হবে জিব্রাল্টারকে।
লিগ ডি
গ্রুপ ডি১
লাটভিয়া ১৩, মালডোভা ১৩, অ্যান্ডোরা ৮ ও লিখটেনস্টেইন ০।
হেড টু হেডে লাটভিয়া লিগ সি'তে উঠেছে।
গ্রুপ ডি২
এস্তোনিয়া ১, মাল্টা ৬, সান মারিনো ০
লিগ সি'তে উত্তরণ হয়েছে এস্তোনিয়ার।
Comments