ভাগ্যের কারণেই রিয়ালের এত সফলতা মানতে নারাজ আনচেলত্তি

দূর্বার ফুটবল খেলে গোল মিসের মোহরা দেয় প্রতিপক্ষ। আর ক্ষণিকের ঝটকায় একাধিক গোল আদায় করে শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেয় রিয়াল মাদ্রিদ। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের পুরো আসরেই ছিল এই একই গল্প। অনেকেই বলছেন, ভাগ্য সঙ্গে ছিল বলেই হয়েছে এমনটা! তবে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি এটা মানতে নারাজ। সেরা দল হিসেবেই জিতেছেন বলে দাবি করেন এ ইতালিয়ান কোচ।

দূর্বার ফুটবল খেলে গোল মিসের মোহরা দেয় প্রতিপক্ষ। আর ক্ষণিকের ঝটকায় একাধিক গোল আদায় করে শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেয় রিয়াল মাদ্রিদ। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের পুরো আসরেই ছিল এই একই গল্প। অনেকেই বলছেন, ভাগ্য সঙ্গে ছিল বলেই হয়েছে এমনটা! তবে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি এটা মানতে নারাজ। সেরা দল হিসেবেই জিতেছেন বলে দাবি করেন এ ইতালিয়ান কোচ।

গত মৌসুমে রিয়াল মাদ্রিদের ১৪তম শিরোপা জয়ে নেতৃত্ব দিয়েছেন আনচেলত্তি। পিএসজি, চেলসি ও ম্যানচেস্টার সিটির সঙ্গে নকআউট পর্বে একটি করে ম্যাচ হেরেও বাজীমাত করে তার দল। এমনটা বিশ্ব ফুটবলে হয়েছে খুব কমই। তবে এবার শুরুটা দারুণ করেছে দলটি। প্রথম দুই ম্যাচেই জিতেছে সেল্টিক ও আরবি লাইপজিগের বিপক্ষে। শতভাগ জয় ধরে রাখতে আগামীকাল রাতে শাখতার দোনেস্কের বিপক্ষে ঘরের মাঠে নামছে লস ব্লাঙ্কোসরা।

আর এ ম্যাচের আগে আবার ও উঠে এলো রিয়াল মাদ্রিদের ভাগ্য প্রসঙ্গ। তবে সৌভাগ্যের ব্যাপারটি মানতে নারাজ কোচ আনচেলত্তি। ভাগ্যের কথা বলে একটি দলের যোগ্যতাকে ছোট করে দেখা হয় বলে মনে করেন এ কোচ, 'এটা ভাগ্য বা দুর্ভাগ্য নয়। কখনও কখনও ভাগ্য সম্পর্কে কথা বলা আপনার সমস্যা এবং প্রতিদ্বন্দ্বীর যোগ্যতা লুকিয়ে রাখা হয়। আমি যদি বলি যে ওসাসুনার বিপক্ষে (লা লিগার ম্যাচে) আমাদের দুর্ভাগ্য ছিল, তার মানে আমি মাঠে আমাদের বল নিয়ে সৃষ্ট সমস্যা এবং প্রতিপক্ষের ভালো পারফরম্যান্স লুকিয়ে রাখতে চাইছি।'

ছোট ছোট খুঁটিনাটি বিষয়েও মনোযোগ দিয়েই রিয়াল সাফল্য পেয়েছে বলে জানান রিয়াল কোচ, 'ছোট ছোট খুঁটিনাটি সম্পর্কে কথা বলা গুরুত্বপূর্ণ। চ্যাম্পিয়ন্স লিগে আপনি কয়েক মিনিটের মধ্যে তিনটি গোল করতে পারেন, যেমনটি আমার ক্ষেত্রে হয়েছে। কোনো একটি সেমিফাইনালে আপনার সঙ্গেও ঘটতে পারে। ছোট ঘটনা খুব শক্তিশালী মানসিকতার সঙ্গে নিয়ন্ত্রিত হয়। রিয়াল মাদ্রিদ এমন একটি দল যারা এইসব ব্যাপারে সবচেয়ে বেশি যত্ন নিয়েছে।'

'প্রত্যেকেরই তাদের মতামত আছে। ফুটবল অনেক কিছু দিয়ে তৈরি। চ্যাম্পিয়ন্স লিগে, আপনাকে সবকিছু ভালো করতে হবে, আমার মনে হয় সেরা দল চ্যাম্পিয়ন্স লিগ জিতবে। আমি মনে করি এই ক্লাবের ইতিহাস এবং ঐতিহ্য আমাদের ম্যাচের ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করে। এই প্রতিযোগিতায় এই দলের এমন অসাধারণ সাফল্য পাওয়া ভাগ্য বা সৌভাগ্য নয়,' যোগ করেন আনচেলত্তি।

এবারও এ আসরে রিয়ালের লক্ষ্য শিরোপা জয় বলেই জানান এ ইতালিয়ান কোচ, 'আমি সবসময় চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাই। লিগ খুবই গুরুত্বপূর্ণ, তবে চ্যাম্পিয়ন্স লিগ সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। এটা ভিন্ন ধরনের। একটি হল ৩৮টি ম্যাচের প্রতিযোগিতা এবং অন্যটি অনেক কম। কখনও কখনও ১৮০ মিনিটই টাই হয়। যেখানে সামান্য কিছুই খুব গুরুত্বপূর্ণ।'

Comments

The Daily Star  | English

More than 600 dengue cases reported in a day; 1 more die

The number of dengue cases in the country has crossed 600 in a single day for the first time this year, as experts urge authorities to take urgent measures to control the spread of the disease

1h ago