এবার চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার বিপক্ষেও নেই মেসি

সামান্য অস্বস্তির কথা বলা হয়েছিল প্রথমে। তবে সেই অস্বস্তি কি-না বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে পিএসজির। আরও একটি ম্যাচে লিওনেল মেসিকে পাচ্ছে না ফরাসি ক্লাবটি। লিগ ওয়ানে রাঁসের বিপক্ষে ম্যাচ মিস করার পর এবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার বিপক্ষে ফিরতি লেগের ম্যাচে খেলতে পারছেন না রেকর্ড সাত বারের ব্যলন ডি'অর জয়ী এ তারকা।

সামান্য অস্বস্তির কথা বলা হয়েছিল প্রথমে। তবে সেই অস্বস্তি কি-না বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে পিএসজির। আরও একটি ম্যাচে লিওনেল মেসিকে পাচ্ছে না ফরাসি ক্লাবটি। লিগ ওয়ানে রাঁসের বিপক্ষে ম্যাচ মিস করার পর এবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার বিপক্ষে ফিরতি লেগের ম্যাচে খেলতে পারছেন না রেকর্ড সাত বারের ব্যলন ডি'অর জয়ী এ তারকা।

আজ মঙ্গলবার রাতে ঘরের মাঠ পার্ক দি প্রিন্সেসে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বেনফিকার বিপক্ষে মাঠে নামছে পিএসজি। দুই দলের জন্যই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। কারণ তিন ম্যাচ শেষে দুই দলেরই পয়েন্ট সমান ৭। তাই ম্যাচটি দুই দলের জন্যই এগিয়ে যাওয়ার। যা গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

এই ম্যাচের স্কোয়াডে নেই মেসি। এমনকি দলের সবশেষ অনুশীলনেও ছিলেন না তিনি। এ আর্জেন্টাইন তারকাকে না পাওয়া নিঃসন্দেহে বড় ধাক্কা পিএসজির জন্য। কারণ তাকে ছাড়া লিগ ওয়ানের সবশেষ ম্যাচে রাঁসের বিপক্ষে পয়েন্ট খোয়াতে হয়েছে তাদের। যদিও সে ম্যাচে শুরুতে খেলেননি নেইমারও। দ্বিতীয়ার্ধে এ ব্রাজিলিয়ান মাঠে নামলেও ম্যাচের ভাগ্য বদলাতে পারেননি।

এর আগে গত বুধবার বেনফিকার মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে স্বাগতিকদের সঙ্গে ১-১ গোলে ড্র করে পিএসজি। জয়ের জন্য মরিয়া হয়ে খেলতে থাকা অবস্থায় ৮১তম মিনিটে মেসিকে তুলে নেন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের। ডাগআউটে যাওয়ার সময় মেসির সঙ্গে দেখা গিয়েছে একজন চিকিৎসককেও।

তখন অবশ্য ইনজুরি শঙ্কা উড়িয়ে দিয়ে ক্লান্তির কথা জানিয়েছেন পিএসজি কোচ, 'সে (মেসি) ইশারা দিচ্ছিল যে বদলি একজনকে চায়। একটি স্প্রিন্ট টানার পর সে ক্লান্তি অনুভব করে। সে উঠে যেতে চেয়েছে কারণ সে ক্লান্ত হয়ে পড়েছিল এবং ম্যাচের ওই মুহূর্তে তরতাজা কোনো একজনের মাঠে থাকা বেশি জরুরি মনে করেছে।'

সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে আছেন মেসি। চলতি মৌসুমে ১৩ ম্যাচে করেছেন ৮টি গোল। পাশাপাশি সতীর্থদের দিয়ে করান ৮টি গোল। এমন সময়ে মেসির ইনজুরিতে কিছুটা হলেও দুশ্চিন্তায় আর্জেন্টিনাও। কাতার বিশ্বকাপ শুরু হতে দেড় মাসও যে বাকি নেই।

Comments

The Daily Star  | English

BNP places several demands to Yunus, including removal of 'one or two' members of interim govt

BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir led the six-member delegation at the State Guest House Jamuna.

4h ago