আগেভাগে রিয়ালের একাদশ ঘোষণার রহস্য জানালেন আনচেলত্তি

Vinicius Jr and Karim Benzema
ছবি: সংগৃহীত

গত এক বছর ধরেই রিয়াল মাদ্রিদ ভক্ত-সমর্থকদের মনে ছিল এই প্রশ্ন। অন্যান্য দলগুলোর তুলনায় কেন আগেভাগে তাদের ম্যাচের একাদশ জানিয়ে দেওয়া হয়? সেই রহস্যের জট এবার ছাড়ালেন স্প্যানিশ লা লিগার শিরোপাধারীদের কোচ কার্লো আনচেলত্তি।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো প্রায় নিশ্চিত করে ফেলেছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল। রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় শাখতার দোনেৎস্কের মাঠে তাদের মুখোমুখি হবে লস ব্লাঙ্কোরা। চলমান চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে তিন ম্যাচ খেলে তিনটিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে তারকাবহুল ক্লাবটি। ইউক্রেনের শাখতারের বিপক্ষে ড্র করলেই শেষ ষোলোতে নাম লিখিয়ে ফেলবে রেকর্ড ১৪ বারের শিরোপাধারীরা।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আগের দিন শনিবার বেশ নির্ভার ছিলেন রিয়াল কোচ। তবে সাফ জানিয়ে দেন, শেষ ষোলো নিশ্চিত হলেও চ্যাম্পিয়ন্স লিগের কোনো ম্যাচকেই হালকাভাবে নেবে না তার দল।

সাধারণত ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগে একাদশ ঘোষণা করে দেন আনচেলত্তি। এভাবে আগেভাগে ফুটবলারদের নাম জানিয়ে প্রতিপক্ষকে বাড়তি সুবিধা দিয়ে ফেলছেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, 'আমি সব সময়ই খেলা শুরুর দুই ঘণ্টা আগে একাদশ দিয়ে দেই। আমি এটা করি কারণ, আজকাল ফুটবলে গোপন বলতে কিছুই নেই।'

রিয়ালের সবশেষ ম্যাচে লা লিগায় গেতাফের বিপক্ষে স্কোয়াডে ছিলেন না ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। শাখতারের বিপক্ষে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে তাকেও দেখা যাবে বলে জানান আনচেলত্তি, 'ভিনিসিয়ুস এমন একজন খেলোয়াড় যাকে মূল্যায়ন করতেই হবে কারণ, সে সবগুলো ম্যাচেই খেলেছে। বেনজেমাও ভালো অবস্থায় আছে। আমি নিশ্চিত সে খেলবে।'

এদিকে চোটের কারণে রিয়াল পাচ্ছে না বেলজিয়ান গোলরক্ষক থিবো কর্তোয়াকে। তবে আগামী রোববার চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ এল ক্লাসিকোর আগেই তিনি ফিট হয়ে উঠবেন বলে আশাবাদী আনচেলত্তি, 'সে আগের চেয়ে ভালো আছে। আমরা রওয়ানা হওয়ার আগে তার সঙ্গে কথা বলেছি। তার আগামী বৃহস্পতিবার অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে।'

Comments

The Daily Star  | English

Pakistan says it has launched military offensive against India

Locked in a longstanding dispute over Kashmir, the two countries have engaged in daily clashes since Wednesday

41m ago