সাফ জয়ে র্যাঙ্কিংয়ে সুখবর পেলেন সাবিনারা
গত মাসে সাফ চ্যাম্পিয়ন হয়ে তোলপাড় ফেলে দেওয়া বাংলাদেশ নারী ফুটবল দল র্যাঙ্কিংয়ে পেল সুখবর। মেয়েদের আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়েছে সাবিনা খাতুন, কৃষ্ণা রাণী সরকারদের দল। গতকাল ফিফার প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে এই সুখবর পায় বাংলাদেশ।
ফিফার গত ৫ আগস্টের প্রকাশিত র্যাঙ্কিংয়ে ১৪৭ নম্বরে ছিলেন সাবিনারা। সাফ জিতে ৩৭.৩৯ রেটিং পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। ফলে ৭ ধাপ এগিয়ে এখন ১৪০ নম্বরে লাল সবুজের দল। উত্থানের এই যাত্রায় বাংলাদেশ পেছনে ফেলেছে নামিবিয়া, বেনিন, আমেরিকান সামোয়া, লেবানন, তাজিকিস্তান, এঙ্গোলা ও বুরকিনা ফাসোকে।
সাফের গোটা আসরে মাত্র ৫ ম্যাচে ২৩ বার প্রতিপক্ষের জাল খুঁজে নিয়েছিল বাংলাদেশ। বিপরীতে লাল সবুজের প্রতিনিধিরা হজম করে কেবল ১ গোল। গ্রুপ পর্বে মালদ্বীপ, পাকিস্তান ও তখনকার র্যাঙ্কিংয়ের ৫৮ নম্বর দল ভারতকে উড়িয়ে দেয় বাংলাদেশ।
সেমিতে ভুটানকে হারাতে একেবারেই বেগ পেতে হয়নি সাবিনার দলের। ফাইনালেও র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা নেপালকে (১০২) ৩-১ ব্যবধানে পরাস্ত করে শিরোপার মুকুট পড়ে বাংলাদেশের মেয়েরা।
এই সময়ে বাংলাদেশের চেয়ে বেশি রেটিং পয়েন্ট অর্জন করতে পেরেছে কেবল দু'টি দেশ। ৫৪.১৯ পয়েন্ট যোগ হয়েছে পর্তুগালের নামের পাশে, অন্যদিকে আয়ারল্যান্ডের অর্জন ৪৪.২০ পয়েন্ট। সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান যথাক্রমে ২৩ ও ২৪। তবে এশিয়াতে এগিয়ে যাওয়ার দিক থেকে বাংলাদেশই সেরা। ২১.৮২ পয়েন্ট পেয়ে এই দৌড়ে দ্বিতীয় অবস্থানে আছে র্যাঙ্কিংয়ের ১৫৭ নম্বর দল সিরিয়া।
র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র। তাদের পরের অবস্থানগুলোতে আছে যথাক্রমে সুইডেন, জার্মানি, ইংল্যান্ড ও ফ্রান্স।
Comments