মেসিদের ম্যাচ মাঠে বসে দেখবেন সাকিব

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বর্তমানে অস্ট্রেলিয়ায় আছেন সাকিব আল হাসান। বাংলাদেশ দলের নেতৃত্বের ভার তার কাঁধেই। তবে আসরে নিজেদের খেলা শেষ করে লিওনেল মেসিদের খেলা দেখতে কাতারে উড়ে যাবেন বিশ্ব সেরা এ অলরাউন্ডার।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বর্তমানে অস্ট্রেলিয়ায় আছেন সাকিব আল হাসান। বাংলাদেশ দলের নেতৃত্বের ভার তার কাঁধেই। তবে আসরে নিজেদের খেলা শেষ করে লিওনেল মেসিদের খেলা দেখতে কাতারে উড়ে যাবেন বিশ্ব সেরা এ অলরাউন্ডার।

আগামী ২০ নভেম্বর কাতারে শুরু হতে যাচ্ছে এবারের বিশ্বকাপ। প্রথম দিনে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামছে স্বাগতিকরা। তবে সাকিব দেখবেন আর্জেন্টিনার একটি ম্যাচ। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে খেলবে আলবিসেলেস্তারা। সেই ম্যাচেরই দুটি টিকিট কিনেছেন সাকিব।

বাংলাদেশের এ অলরাউন্ডার টিকিট কিনেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছ থেকে। প্রতিটি দেশের ফেডারেশনকে প্রতি বিশ্বকাপেই কিছু টিকিট দিয়ে থাকে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যা বিক্রি করা হয় স্থানীয় সাবেক-বর্তমান খেলোয়াড়, ক্লাব, পৃষ্ঠপোষক এবং খেলাধুলার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য খেলোয়াড়দের মধ্যে।

মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের দুটি টিকিট কিনেছেন সাকিব। তবে চেয়েছিলেন চারটি। কিন্তু তাকে দুটি টিকিট দিয়েছে বাফুফে। এ প্রসঙ্গে ডেইলিস্টারকে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেছেন, 'সাকিব আমাদের কাছে চারটা টিকিট চেয়েছিল। দুটি টিকিট আমরা তাকে দিয়েছি। দুটি টিকিটই আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচের।'

'সদস্য হিসেবে বাফুফে ২৯০ টিকিট পেয়ে থাকে ফিফার কাছ থেকে। এগুলো বিতরণ করা হয় বর্তমান জাতীয় প্লেয়ার, সাবেক প্লেয়ার, ক্লাব, স্পন্সর, অন্যান্য স্পোর্টিং বডির মধ্যে,' যোগ করেন বাফুফের সাধারণ সম্পাদক।

আজ রোববার অস্ট্রেলিয়ায় মাঠে গড়িয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অঘটন দিয়ে শুরু হয়েছে এবারের বিশ্বকাপ। প্রথম ম্যাচে সদ্যই এশিয়া কাপ শিরোপা জিতে নেওয়া শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে নামিবিয়া।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

2h ago