ব্যালন ডি'অরের সেরা ত্রিশে কার অবস্থায় কোথায়

ছবি: এএফপি

প্রত্যাশিতভাবে ২০২২ সালের ব্যালন ডি'অর জিতেছেন রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। এবার ২০তম স্থান পেয়েছেন পুরস্কারটি পাঁচবার জেতা পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। গত বছর রেকর্ড সপ্তমবার এই সম্মাননা জেতা আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি সেরা ত্রিশের সংক্ষিপ্ত তালিকাতেই ছিলেন না।

প্যারিসের শ্যাতলে থিয়েটারে সোমবার রাতে জমকালো এক অনুষ্ঠানে ব্যালন ডি'অর জয়ীর নাম ঘোষণা করা হয়। ফ্রান্স ফুটবল সাময়িকীর দেওয়া এই সম্মাননা প্রথমবারের মতো জেতেন ৩৪ বছর বয়সী বেনজেমা। তার অর্জনে শেষ হয় ফ্রান্সের দীর্ঘ দুই যুগের অপেক্ষা। সবশেষ ১৯৯৮ সালে জিনেদিন জিদান দেশটির হয়ে উঁচিয়ে ধরেছিলেন ব্যালন ডি'অর। তিনিই বেনজেমার হাতে বর্ষসেরার ট্রফিটি তুলে দেন।

সেরা ত্রিশ:

প্রথম (ব্যালন ডি'অর জয়ী): করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ/ফ্রান্স)

দ্বিতীয়: সাদিও মানে (লিভারপুল/বায়ার্ন মিউনিখ/সেনেগাল)

তৃতীয়: কেভিন ডি ব্রুইনা (ম্যানচেস্টার সিটি/বেলজিয়াম)

চতুর্থ: রবার্ত লেভানদোভস্কি (বায়ার্ন মিউনিখ/বার্সেলোনা/পোল্যান্ড)

পঞ্চম: মোহামেদ সালাহ (লিভারপুল/মিশর)

ষষ্ঠ: কিলিয়ান এমবাপে (পিএসজি/ফ্রান্স)

সপ্তম: থিবো কোর্তোয়া (রিয়াল মাদ্রিদ/বেলজিয়াম)

অষ্টম: ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ/ব্রাজিল)

নবম: লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ/ক্রোয়েশিয়া)

দশম: আর্লিং হালান্ড (বরুশিয়া ডর্টমুন্ড/ম্যানচেস্টার সিটি/নরওয়ে)

একাদশ: সন হিউং মিন (টটেনহ্যাম হটস্পার/দক্ষিণ কোরিয়া)

দ্বাদশ: রিয়াদ মাহরেজ (ম্যানচেস্টার সিটি/আলজেরিয়া)

ত্রয়োদশ: সেবাস্তিয়ান হলার (বরুশিয়া ডর্টমুন্ড/কোত দি ভোয়া)

যৌথভাবে চতুর্দশ: ফাবিনহো (লিভারপুল/ব্রাজিল), রাফায়েল লেয়াও (এসি মিলান/পর্তুগাল)

ষোড়শ: ভার্জিল ভ্যান ডাইক (লিভারপুল/নেদারল্যান্ডস)

যৌথভাবে সপ্তদশ: লুইস দিয়াজ (লিভারপুল/কলম্বিয়া), দুসান ভ্লাহোভিচ (জুভেন্তাস/সার্বিয়া), কাসেমিরো (রিয়াল মাদ্রিদ/ম্যানচেস্টার ইউনাইটেড/ব্রাজিল)

২০তম: ক্রিস্তিয়ানো রোনালদো (ম্যানচেস্টার ইউনাইটেড/পর্তুগাল)

২১তম: হ্যারি কেইন (টটেনহ্যাম হটস্পার/ইংল্যান্ড) 

যৌথভাবে ২২তম: ফিল ফোডেন (ম্যানচেস্টার সিটি/ইংল্যান্ড), বার্নার্দো সিলভা (ম্যানচেস্টার সিটি/পর্তুগাল), ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ড (লিভারপুল/ইংল্যান্ড)

যৌথভাবে ২৫তম: জোয়াও কানসেলো (ম্যানচেস্টার সিটি/পর্তুগাল), দারউইন নুনেজ (বেনফিকা/ লিভারপুল/উরুগুয়ে), জশুয়া কিমিখ (বায়ার্ন মিউনিখ/জার্মানি), মাইক মাইগনান (এসি মিলান/ফ্রান্স), আন্টোনিও রুডিগার (চেলসি/রিয়াল মাদ্রিদ/জার্মানি), ক্রিস্তোফার এনকুনকু (আরবি লাইপজিগ/ফ্রান্স)।

 

Comments

The Daily Star  | English
BNP demands national election by December 2025

BNP to sue election officials, CECs of last three polls

A three-member BNP team, led by its Standing Committee Member Salahuddin Ahmed, will file the complaint

2h ago