রোনালদোর ওপর এখনও ভরসা করেন টেন হাগ
ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে টেন হাগের সম্পর্কে চিড় ধরেছিল আগেই। প্রাক মৌসুমে পর্তুগিজ তারকার দলের সঙ্গে না থাকা ভালোভাবে নেননি ডাচ কোচ। এরপর দুবার খেলা শেষের আগেই মাঠ ছাড়েন রোনালদো, সর্বশেষ টটেনহাম হটস্পারের বিপক্ষে আগেভাগে মাঠ ছেড়ে যেন উত্তপ্ত আগুনে ঘি ঢালেন সিআর সেভেন। তবে তার ওপর এখনও ভরসা করেন বলে জানিয়েছেন টেন হাগ।
টটেনহাম ম্যাচে শুরুর একাদশে রোনালদোকে রাখেননি ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হাগ। বদলী হিসেবে নামতে অস্বীকৃতি জানান সিআর সেভেন। ফলে তার আর নামা হয়নি মাঠে। এদিকে কোচের সঙ্গে দ্বন্দ্বের কারণে খেলা শেষের আগেই ওল্ড ট্রাফোর্ড ত্যাগ করেন রোনালদো। ফলে শাস্তি হিসেবে আজকের চেলসি ম্যাচের স্কোয়াডে হারান জায়গা, অনূর্ধ্ব-২১ দলের সঙ্গে নামতে হয় অনুশীলনে।
এদিকে রোনালদো বাকি মৌসুম দলের সঙ্গেই থাকতে চান বলে মনে করেন হাগ। তারকা ফরোয়ার্ডের সঙ্গে এনিয়ে কথাও বলবেন তিনি। তবে প্রয়োজন ছাড়া সিআর সেভেনকে স্কোয়াডের বাইরে রাখার কোনো ইচ্ছে তার নেই বলে সাফ জানিয়ে দেন ম্যানইউ কোচ।
টেন হাগ বলেন, 'আমি ক্রিস্তিয়ানোর ওপর ভরসা করি। আমি তাকে হারাতে চাই না। আমি তাকে স্কোয়াডে চাই। আমি চাই সব খেলায়ই সে যুক্ত হোক কারণ দলে তার একটা প্রভাব আছে।'
কোচ যাই বলুক, সময়টা একদমই ভালো যাচ্ছে না আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতার। ফর্মহীনতায় ভুগছেন একসময় নিয়মিত ডিফেন্ডারদের রাতের ঘুম কেড়ে নেওয়া এই ফরোয়ার্ড। চলতি মৌসুমে এখন পর্যন্ত কেবল দুবার জালের দেখা পেয়েছেন রোনালদো। সব মিলিয়ে নিজেকে আবারও প্রমাণের জন্য প্রয়োজন ম্যাচ, তবে সেটা আগামী ২৭ অক্টোবর শেরিফের বিপক্ষে মিলবে কিনা সে বিষয়ে নিশ্চিত কিছু জানাননি টেন হাগ।
Comments