রোনালদোকে নিয়ে 'যথেষ্ট বলে ফেলেছেন' টেন হাগ

ক্রিস্তিয়ানো রোনালদো ও এরিক টেন হাগের সম্পর্ক যেন বড়ই অদ্ভুত!
ছবি: এএফপি

ক্রিস্তিয়ানো রোনালদো ও এরিক টেন হাগের সম্পর্ক যেন বড়ই অদ্ভুত! পর্তুগিজ এই তারকাকে শাস্তি দিয়ে স্কোয়াডের বাইরে রাখেন তিনি, আবার ম্যানচেস্টার ইউনাইটেডে পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই ফরোয়ার্ডের ভবিষ্যতের প্রসঙ্গ উঠলে তাকে গুরুত্বপূর্ণও বলেন। এমন পরিস্থিতিতে রোনালদোকে নিয়ে আরও বেশি করে প্রশ্ন যাচ্ছে টেন হাগের কাছে। আর এতে খুবই বিরক্ত হচ্ছেন এই ডাচ কোচ।

এক যুগ পর ইউনাইটেডে প্রত্যাবর্তনের শুরুটা ব্যক্তিগতভাবে দারুণ কাটে রোনালদোর। গত ২০২১-২২ মৌসুমে বরাবরের মতো তিনি ছিলেন উজ্জ্বল। তবে এবারের মৌসুমে ম্যাচই খেলার সুযোগ পাচ্ছেন না ঠিকমতো। প্রাক মৌসুম সফরে দলের সঙ্গে ছিলেন না রোনালদো। সেই থেকে এখনও টেন হাগের আস্থার জায়গা হতে পারেননি তিনি। তাছাড়া, দুবার খেলা শেষের আগেই মাঠ ছেড়ে রেড ডেভিলদের কোচের সঙ্গে সম্পর্ককে আরও জটিল করে ফেলেছেন রোনালদো।

শাস্তি দিতে কিছুদিন আগে ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে স্কোয়াড থেকে রোনালদোকে বাদ দেন টেন হাগ। তখন থেকেই ওল্ড ট্র্যাফোর্ডে রোনালদোর ভবিষ্যত নিয়ে ফের উঠতে থাকে একের পর এক প্রশ্ন। কিন্তু বারবার একই উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছেন টেন হাগ।

ব্রিটিশ গণমাধ্যম স্কাই স্পোর্টসকে ম্যান ইউনাইটেড কোচ বলেন, 'আমি এটা নিয়ে যথেষ্ট বলেছি। আমরা খুশি যে সে (রোনালদো) এখানে আছে। সে দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ও আমাদের গোলদাতা। বৃহস্পতিবার (উয়েফা ইউরোপা লিগে শেরিফের বিপক্ষে) সে গোল পেয়েছে এবং সেজন্য আমি খুবই খুশি। কারণ, আমি জানি গোলদাতাদের সব সময়ই এটার (গোলের) প্রয়োজন পড়ে। আশার ব্যাপার যে সে নিজেকে গড়ছে ও (দলের জন্য) আরও গুরুত্বপূর্ণ হতে পারে।'

নিজের কথার মান রোববার ওয়েস্ট হ্যামের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে রাখেন টেন হাগ। ৩৭ বছর বয়সী তারকা রোনালদো খেলেন শুরু থেকেই, যা এখন পর্যন্ত চলতি মৌসুমের অন্যতম বিরল ঘটনা। তবে পুরো ৯০ মিনিট খেললেও গোল বা অ্যাসিস্ট করতে পারেননি তিনি।

Comments

The Daily Star  | English

Independents all-time high

The number of independent aspirants submitting nomination papers for the upcoming national polls is at an all time high.

7h ago