হুট করেই ফুটবলকে বিদায় বললেন পিকে

pique

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন বছর চারেক আগে। তবে বার্সেলোনার অনেক সাফল্যের সারথি জেরাড পিকে খেলে যাচ্ছিল ক্লাব ফুটবল। অবশেষে সেই যাত্রাও থামতে যাচ্ছে। বিশ্বকাপ জয়ী স্প্যানিশ ডিফেন্ডার জানিয়ে দিলেন শনিবারই শেষ ম্যাচ খেলবেন তিনি।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটবল থেকে অবসর ঘোষণা দেন পিকে। ৩৫ পেরুনো ডিফেন্ডার বিদায় বেলাতেও আনুগত্য দেখান ক্লাব বার্সার প্রতি, 'ফুটবল থেকে আমি সবই পেয়েছি। বার্সা আমাকে সব দিয়েছে। ভক্তরা আমাকে উজাড় করে ভালোবাসা দিয়েছে। আমি আজ বলব যাত্রা এখানেই শেষ করার সিদ্ধান্ত নিচ্ছি।'

'আমি বরাবর বলেছি, বার্সার পর আমি আর কোন দলে থাকব না। এখানেই ইতি হবে।'

বার্সেলোনার একেডমির খেলোয়াড় ছিলেন তিনি। ২০০৪ সালে যোগ দেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। ক্লাবটিতে চার বছর থাকাকালে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ জেতেন পিকে। ২০০৮ সালে আসেন বার্সায়। এরপর থেকে ন্যু ক্যাম্পই পিকের সব কিছু।

বার্সার হয়ে ১৪ বছরের পথচলায় ৬১৫ ম্যাচ খেলেছেন পিকে। ডিফেন্ডার হলেও গোল করেছেন ৫২টি। তিনটি চ্যাম্পিয়ন্স লিগ, আটটি লা লিগা, সাতবার কোপা দেল রেসহ ৩০টি শিরোপা জয়ে সঙ্গী হয়েছেন প্রিয় ক্লাবের।

আন্তর্জাতিক ফুটবলেও পেয়েছেন সবচেয়ে বড় অর্জন বিশ্বকাপ। ২০১০ সালে স্পেনের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন পিকে। জিতেছেন ২০১২ সালের ইউরো চ্যাম্পিয়নশিপও।

খেলা ছাড়লেও অন্য কোন ভূমিকায় বার্সেলোনায় ফিরে আসার ইচ্ছা জানিয়েছেন এই ফুটবলার।

Comments

The Daily Star  | English

Mob violence now alarmingly routine

Rights groups say the state's failure to act swiftly and decisively has to some extent emboldened mobs and contributed to a climate where vigilante justice is becoming commonplace.

9h ago