রোনালদোদের উপর ক্ষুব্ধ টেন হাগ
লিগে টানা পাঁচ ম্যাচ অপরাজিত থাকার পর ধাক্কা খেল ম্যানচেস্টার ইউনাইটেড। কাগজে কলমে দুর্বল প্রতিপক্ষ অ্যাস্টন ভিলার ঘরের মাঠে বড় হারে বেশ ক্ষুব্ধ এরিক টেন হাগ। শিষ্যদের খেলার ধরণ ও তাদের করা ভুলগুলো একেবারেই মেনে নিতে পারছেন না ডাচ কোচ। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তাই ক্ষোভ ঝাড়লেন তিনি।
রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার ঘরের মাঠে পাত্তাই পায়নি ইউনাইটেড। ৩-১ গোলে ম্যাচ হেরেছেন ক্রিস্তিয়ানো রোনালদো-মার্কাস রাশফোর্ডরা। ম্যানইউর নামের পাশে যে একটি গোল যোগ হয়েছে সেটাও এসেছে ভিলার মিডফিল্ডার জ্যাকব র্যামজির পা থেকে। বিশেষ করে ম্যাচটিতে লিসান্দ্রো মার্টিনেজ-লুক শদের ডিফেন্ডিংয়ে অসংখ্য ত্রুটি দেখছেন টেন হাগ।
তিনি বলেন, 'যখন আপনি এভাবে একটা খেলা শুরু করবেন, আপনি হারবেন। আমরা রক্ষণের নিয়মগুলো মানিনি ও আমাদের লড়াইগুলো হেরেছি। মাঠে থাকা খেলোয়াড়দের ম্যাচ জিততে হবে এবং যদি তারা তাদের কাজটা শতভাগ করত, আবেগ ও আকাঙ্খা নিয়ে, ফুটবলের নিয়ম-কানুন মেনে তাহলেই আমরা এই ম্যাচ জিততাম।'
মাত্রাতিরিক্ত লং পাসে খেলার প্রবণতাকেও দুষছেন সাবেক আয়াক্স কোচ, 'আপনার সঠিক সময়ে ক্রস করতে হবে। আমি মনে করি আমরা বেশি জোরাজুরি করছিলাম ও এটা (গোল) ঘটেনি। এটা করাটা বোকামি ছিল বলে আমার মনে হয় কারণ আমরা অনেক দূর থেকে তাদের খুব দ্রুত বল দিয়ে দিচ্ছিলাম।'
প্রিমিয়ার লিগে ১৩ ম্যাচ শেষে এই মুহূর্তে পাঁচ নম্বরে অবস্থান ম্যানইউর। আগামী শুক্রবার ওল্ড ট্রাফোর্ডে আবারও ভিলার মুখোমুখি হবে তারা। কারাবাও কাপের তৃতীয় রাউন্ডের সেই ম্যাচে ভুল শুধরে ফিরতে পারবে কিনা হাগের শিষ্যরা সেটাই এখন দেখার বিষয়।
Comments