ইউরোপা লিগে মুখোমুখি বার্সেলোনা-ম্যানচেস্টার ইউনাইটেড

চ্যাম্পিয়ন্স লিগের ড্রতে বেশ চমকই উপহার দিয়েছে ফুটবল ভক্ত-সমর্থকদের। তেমনি রোমাঞ্চ কম থাকছে না ইউরোপা লিগেও। নকআউট পর্বের শুরুতেই মুখোমুখি হতে যাচ্ছে দুই জায়ান্ট দল ম্যানচেস্টার ইউনাইটেড ও বার্সেলোনা।

এ যেন চ্যাম্পিয়ন্স লিগের আমেজ ইউরোপা লিগে। শুরুতেই মুখোমুখি সময়ের দুই জায়ান্ট দল ম্যানচেস্টার ইউনাইটেড ও বার্সেলোনা। নিজ নিজ লিগে অন্যতম শক্তিধর এ দুটি দল। ইউরোপা লিগের শেষ ষোলোর ম্যাচে লড়বে তারা।

তবে এবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্রও বেশ চমক উপহার দিয়েছে ফুটবল ভক্ত-সমর্থকদের। তার ধারাবাহিকতায় যেন রোমাঞ্চ ছড়াচ্ছে ইউরোপা লিগও। এবার বেশ কিছু বড়বড় নামই ছিটকে গেছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে। যে কারণে উত্তেজনা বাড়ে ইউরোপা লিগে।

টানা দ্বিতীয়বারের মতো খেলছে স্প্যানিশ দল বার্সেলোনা। ইতালিয়ান জায়ান্ট জুভেন্তাসও জায়গা ধরে রাখতে পারেনি চ্যাম্পিয়ন্স লিগে। বরাবরই চ্যাম্পিয়ন্স লিগে চমক দেখানো আয়াক্স খেলছে এবার ইউরোপা লিগে। তাই এ লিগেও আকর্ষণ থাকছে সমর্থকদের। আর এ আসরের সেরা দল সেভিয়া তো থাকছেই।

সোমবার (৭ নভেম্বর) সুইজারল্যান্ডের নিয়নে অনুষ্ঠিত হয় নকআউট পর্বের ড্র। সেখানে প্রথমেই ওঠে বার্সেলোনার নাম। তারা প্রতিপক্ষ হিসেবে পায় ইউনাইটেডকে। এরপর জুভেন্তাস প্রতিপক্ষ হিসেবে পায় ফরাসি লিগ ওয়ানের দল নতেঁকে।

ইউরোপা লিগের সবচেয়ে সফল দল সেভিয়ার প্রতিদ্বন্দ্বী পিএসভি আইন্দহোভেন। শাখতার দোনেস্ক মুখোমুখি হবে রেনেঁর। বায়ার লিভারকুসেন প্রতিপক্ষ হিসেবে পেয়েছে মোনাকোকে।

ডাচ ক্লাব আয়াক্স লড়বে ইউনিয়ন বার্লিনের বিপক্ষে। গত মৌসুমের উয়েফা কনফারেন্স কাপ জয়ী রোমা খেলবে এফসি সলজবার্গের বিপক্ষে। পর্তুগিজ ক্লাব স্পোর্তিং লিসবনের প্রতিপক্ষ মিডটজিল্যান্ড।

ইউরোপা লিগে শেষ ষোলোতে মুখোমুখি হচ্ছে কারা:

বার্সেলোনা বনাম ম্যানচেস্টার ইউনাইটেড

জুভেন্তাস বনাম নতেঁ

স্পোর্তিং লিসবন বনাম মিডটজিল্যান্ড

শাখতার দোনেস্ক বনাম রেনেঁ

আয়াক্স বনাম ইউনিয়ন বার্লিন

বায়ার লিভারকুসেন বনাম মোনাকো

এফসি সলজবার্গ বনাম রোমা

সেভিয়া বনাম পিএসভি আইন্দহোভেন

Comments

The Daily Star  | English
Awami League didn't nominate anyone in 2 seats

Seat-sharing for JS polls: AL keeps its allies hanging

A crucial meeting between the Awami League and its 14-party allies ended last night without any concrete decisions on seat sharing.

10h ago