বিশ্বকাপকে আমলে না নিয়ে সেরাদের খেলাবেন টেন হাগ
বিশ্বকাপের বিরতির আগে ম্যানচেস্টার ইউনাইটেড নিজেদের শেষ ম্যাচ খেলবে ফুলহ্যামের বিপক্ষে। ফুটবলের সর্বোচ্চ মর্যাদার আসরের আগে নিশ্চিতভাবেই চোটে পড়তে চাইবেন না তারকা খেলোয়াড়রা। তবে দলটির কোচ এরিক টেন হাগ সাফ জানিয়ে দিলেন, বিশ্বকাপকে আমলে নেবেন না তিনি। ফলে ম্যাচটিতে দেখা যেতে পারে চলতি সপ্তাহে অসুস্থ হয়ে পড়া ক্রিস্তিয়ানো রোনালদোকেও।
ইতোমধ্যে চোটে পড়ে আসন্ন কাতার বিশ্বকাপ শেষ হয়ে গেছে অনেক তারকা ফুটবলারের। ক্লাব ফুটবলের ব্যস্ত সূচির মধ্যেই ফুটবলের মহাযজ্ঞের আয়োজনের কারণে সেরে ওঠার পর্যাপ্ত সময় পাচ্ছেন না তারা। আগামী ২০ নভেম্বর মরুর বুকে পর্দা উঠবে বিশ্বকাপ ফুটবলের। ফলে এখন চোটে পড়লে খেলোয়াড়রা হারাবেন বিশ্বমঞ্চে নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ। তবে ইউনাইটেডের কোচ বিশ্বকাপের জন্য ছাড় দেওয়ার পক্ষপাতী নন।
রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে ফুলহ্যামের মাঠে খেলতে নামবে রেড ডেভিলরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে দশটায়। এর আগে গণমাধ্যমকে টেন হাগ বলেন, সেরা তারকাদের নিয়েই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন তিনি, 'আমার মনে হয়, খেলোয়াড়রা সবাই এই ম্যাচের গুরুত্ব সম্পর্কে সচেতন আছে। আমাদের সামনে রয়েছে ফুলহ্যাম এবং আমি বিশ্বকাপকে আমলে নেব না। আমরা রোববার সেরা দলটাই খেলাব। এটাই ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য একমাত্র স্বার্থ।'
রোনালদোর অসুস্থতা গুরুতর নয় বলেও জানান এই ডাচ কোচ, '(রোনালদো থাকবে কিনা) সেই নিশ্চয়তা আমি এখনও দিতে পারছি না। কিন্তু আজ (শুক্রবার) সে অসুস্থ ছিল। সে সেরে উঠতে পারে। এটা এমন কোনো গুরুতর অসুস্থতা নয় যে (সেরে উঠতে) তার কয়েক দিন বা সপ্তাহ লেগে যাবে। তাই আমি মনে করি, রোববার তাকে পাওয়া যাবে এবং সে স্কোয়াডে থাকবে।'
১৩ ম্যাচে সাত জয় ও চার হারে ২৩ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে প্রিমিয়ার লিগের পাঁচে অবস্থান ম্যান ইউনাইটেডের। নিজেদের সবশেষ লিগ ম্যাচে অ্যাস্টন ভিলার মাঠে ৩-১ গোলে হেরে গিয়েছিল টেন হাগের শিষ্যরা। বিশ্বকাপের বিরতির আগে ফুলহ্যামের বিপক্ষে ম্যাচটি তাই তাদের জন্য ঘুরে দাঁড়ানোর মিশন।
Comments