বিশ্বকাপের আগে দুঃসংবাদ পেলেন লেভানদোভস্কি
কাতার বিশ্বকাপের উত্তেজনায় কাঁপছে বিশ্ব। ফুটবলের মহাযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত হচ্ছেন তারকারাও। এমন সময়ে দুঃসংবাদ পেতে হলো পোল্যান্ড তারকা রবার্ট লেভানদোভস্কিকে। স্প্যানিশ প্রতিযোগিতায় তিন ম্যাচ নিষেধাজ্ঞার শাস্তি পেলেন তিনি।
গত ৯ নভেম্বর স্প্যানিশ লা লিগার ম্যাচে রেফারির সঙ্গে অশোভন আচরণের দায়ে লাল কার্ড দেখেন বার্সেলোনা ফরোয়ার্ড। নিজের দীর্ঘ ক্যারিয়ারে সেদিন দ্বিতীয়বার এই শাস্তি পান পোলিশ অধিনায়ক। ওসাসুনার বিপক্ষে ম্যাচটিতে আরেক তারকা জেরার্দ পিকেকেও তার ক্যারিয়ারের শেষ ম্যাচে লাল কার্ড দেখান রেফারি। একই অপরাধে তাকেও দেওয়া হয়েছে চার ম্যাচের নিষেধাজ্ঞা।
বার্তা সংস্থা রয়টার্সকে বুধবার এই তথ্য নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা আরএফইএফ। 'রেফারিদের প্রতি অবজ্ঞাপূর্ণ মনোভাব' প্রদর্শনের কারণে লেভানদোভস্কিকে এই শাস্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।
পোলিশ তারকার এমন শাস্তি পাওয়ার দৃশ্য খুবই বিরল। নয় বছর আগে ২০১৩ সালে সাবেক ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড বনাম হ্যামবার্গের ম্যাচে লাল কার্ড দেখেছিলেন লেভানদোভস্কি। ফলে বিশ্বকাপের বিরতে শেষে স্প্যানিশ প্রতিযোগিতায় এসপানিওল, আতলেতিকো মাদ্রিদ ও বেতিসের বিপক্ষে মাঠে নামা হবে না তার।
১৪ ম্যাচে ১২ জয়ে ৩৭ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লা লিগার শীর্ষে ব্লগ্রানারা। সমান ম্যাচ খেলে ৩৫ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ। আক্রমণভাগের প্রধান অস্ত্রকে ছাড়া শীর্ষস্থান ধরে রাখাটা তাই চ্যালেঞ্জিং হতে পারে জাভির দলের জন্য।
Comments