রোনালদোর বিরুদ্ধে 'উপযুক্ত পদক্ষেপ' নিচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড
'ক্লাবের দ্বারা বিশ্বাসঘাতকতার স্বীকার হয়েছেন।' শুধু এমন মন্তব্যই নয়, পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে রীতিমতো বোমা ফাটিয়ে আরও অনেক কিছুই বলেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। এমন মন্তব্যের পর তার বিরুদ্ধে 'উপযুক্ত পদক্ষেপ' নিতে যাচ্ছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড।
ইউনাইটেড কোচ এরিক টেন হাগকে নিয়েও আগ্রাসী মন্তব্য করেছেন রোনালদো। তার প্রতি 'কোন সম্মান' নেই বলেই জানান তিনি। তখনই প্রায় সব বৃটিশ গণমাধ্যমে গুঞ্জন উঠেছিল ওল্ড ট্রাফোর্ড থেকে রোনালদোকে বের করে দেওয়ার জন্য ক্লাবে আবেদন করেছেন টেন হাগ। শেষ পর্যন্ত কোচের ইচ্ছাকে প্রাধান্য দিতে পারে বলে জানিয়েছে বৃটিশ সংবাদমাধ্যম বিবিসি।
শুক্রবার ম্যানচেস্টার ইউনাইটেড তাদের ওয়েবসাইটে এক বিবৃতি দিয়ে বলা হয়েছে, 'ক্রিস্তিয়ানো রোনালদোর সাম্প্রতিক মিডিয়া সাক্ষাৎকারের প্রতিক্রিয়ায় আজ সকাল যথাযথ পদক্ষেপ শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।' একই সঙ্গে এই প্রক্রিয়াটি শেষ না হওয়া পর্যন্ত ক্লাবটি আর কোনো মন্তব্য করবে না বলে জানিয়েছে ক্লাবটি।
ইউনাইটেডের হয়ে সব শেষ অ্যাস্টন ভিলা বিপক্ষে অধিনায়ক হিসেবে মাঠে নেমেছিলেন রোনালদো। সে ম্যাচে তারা হারে ৩-১ গোলের ব্যবধানে। এরপর অনির্দিষ্ট অসুস্থতার কারণে আর খেলেননি রোনালদো। তবে রোনালদো সেই অসুস্থতা নিয়েও রয়েছে বিতর্ক। গত রোববার ফুলহ্যামের বিপক্ষে ২-১ গোলের নাটকীয় এক জয় পায় ইউনাইটেড।
কিছু দিন আগে টটেনহ্যামের বিপক্ষে শেষ দিকে বিকল্প হিসেবে খেলতে অস্বীকৃতি জানানোয় রোনালদো কে শাস্তি দিয়েছিলেন রোনালদো। প্রিমিয়ার লিগের ম্যাচে চেলসির বিপক্ষে তাকে স্কোয়াড থেকেই বাদ দেন এ ডাচ কোচ।
কাতার বিশ্বকাপে পর্তুগাল দলের অধিনায়কত্ব করবেন ৩৭ বছর বয়সী রোনালদো। আগামী বৃহস্পতিবার এইচ গ্রুপের ম্যাচে ঘানার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে তারা।
Comments