লাল কার্ড পাওয়ার ক্ষোভে রোনালদোর মতই প্রতিক্রিয়া দেখালেন নেইমার

কয়েকদিন আগেই খেলা শেষের আগে একাধিকবার মাঠ ছেড়ে আলোচনার জন্ম দিয়েছিলেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো। এবার একই পথে হাঁটলেন সময়ের আরেক সেরা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। লাল কার্ড দেখে ক্ষোভে ফুঁসে ম্যাচ শেষের আগেই পার্ক দে প্রিন্সেস ত্যাগ করেন ব্রাজিলিয়ান তারকা।
বুধবার রাতে লিগ ওয়ানের খেলায় স্ত্রাসবুর্গের বিপক্ষে কোনমতো জয় তুলে নিয়েছে পিএসজি। ১৪ মিনিটে নেইমারের ফ্রি কিক থেকে মার্কুইনহোসের গোলে এগিয়ে যাওয়ার পর ৫১ মিনিটে তার আত্মঘাতী গোলেই সমতায় ফিরে ম্যাচে। শেষ পর্যন্ত শেষ বাঁশির আগ মুহূর্তে কিলিয়ান এমবাপের পেনাল্টি থেকে করা গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ফরাসি জায়ান্টরা।
৬১ মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড় আদ্রিয়েন থমাসনের মুখে আঘাত করে হলুদ কার্ড দেখেন নেইমার। পরের মিনিটে বক্সের স্ত্রাসবুর্গ বক্সে পেনাল্টি পেতে ভুয়া ডাইভ দিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন তিনি। টিভি রিপ্লেতে দেখা যায় প্রতিপক্ষের কোনো ফুটবলার স্পর্শ না করলেও ইচ্ছা করেই মাটিতে লুটিয়ে পড়েন নেইমার।
রেফারির চোখ এড়ায়নি সেটা, ফলে লাল কার্ডের শাস্তি বরণ করতে হয় তাকে। ক্ষুব্ধ হয়ে রেফারির সঙ্গে তর্কেও জড়ান ব্রাজিল তারকা। কিন্তু শেষ পর্যন্ত অবশ্য একরাশ হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। সেটা মেনে নিতে না পেরে খেলা শেষের আগেই ত্যাগ করেন স্টেডিয়াম।
সদ্য সমাপ্ত কাতার বিশ্বকাপটাও ভালো কাটেনি নেইমারের। কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে তাদের বিদায়ঘণ্টা বাজায় ক্রোয়েশিয়া। অতিরিক্ত সময়ের প্রথমার্ধের শেষভাগে গোল করে দলকে এগিয়ে নিয়েও শেষ রক্ষা করতে পারেননি, খেলা শেষের তিন মিনিট আগে গোল হজম করে বসে ব্রাজিল। পেনাল্টিতে শটই নিতে পারেননি নেইমার, সতীর্থদের ব্যর্থতায় আগেভাগেই নিশ্চিত হয় তাদের হার।
স্ত্রাসবুর্গের বিপক্ষে জয়ে ১৬ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করেছে পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা লেঁসের চেয়ে তারা এগিয়ে রয়েছে আট পয়েন্টের ব্যবধানে। আগামী রোববার (১ জানুয়ারি) লেঁসের বিপক্ষেই নিজেদের পরবর্তী লিগ ম্যাচ খেলবে পিএসজি। লাল কার্ডের কারণে নেইমারকে সেই ম্যাচটি কাটাতে হবে বেঞ্চেই।
Comments