ইউরোপে আমার কাজ শেষ: রোনালদো

ছবি: রয়টার্স

আল নাসরের ফুটবলার হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হলো ক্রিস্তিয়ানো রোনালদোকে। সৌদি আরবের ক্লাবটির হয়ে প্রথম সংবাদ সন্মেলনে পর্তুগিজ তারকা জানালেন, ইউরোপে তার কাজ শেষ। নতুন ঠিকানায় সফল হতেই এসেছেন বলেও উল্লেখ করলেন তিনি।

গত ৩০ ডিসেম্বর রোনালদোকে দলে টানার বিষয়টি নিশ্চিত করে আল নাসর। আগামী ২০২৫ সালের জুন পর্যন্ত ক্লাবটিতে থাকবেন তিনি। এর মধ্য দিয়ে শেষ হয় তার সাফল্যে মোড়া ইউরোপ অধ্যায়। এশিয়ায় পাড়ি জমিয়ে নতুন ক্লাবে বেতন-বোনাস মিলিয়ে রেকর্ড পরিমাণ অর্থ পাবেন সিআর সেভেন। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুসারে, প্রতি বছর তার পকেটে ঢুকবে ২০ কোটি ইউরো।

মঙ্গলবার ঘরের মাঠ মর্সুল স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে প্রথমবারের মতো রোনালদোকে নিজেদের খেলোয়াড় হিসেবে হাজির করে আল নাসর। সেখানে তাকে 'বিশ্বের সেরা ফুটবলার' হিসেবে অভিহিত করা হয়।

৩৭ বছর বয়সী রোনালদো সংবাদ সম্মেলনে বলেন, এশিয়ার একটি ক্লাবে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তিনি গর্বিত,  'এখন পর্যন্ত আমি খুব ভালো অনুভব করছি। আমার জীবন ও ক্যারিয়ারে এমন একটি বড় সিদ্ধান্ত নিতে পেরে আমি খুবই গর্বিত।'

নিজের ইউরোপ অধ্যায়ের সমাপ্তির কথা উল্লেখ করেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী ফরোয়ার্ড, 'ইউরোপে আমার কাজ শেষ। আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাবগুলোর সবকটিতে খেলেছি।'

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের মালিকের লক্ষ্য সৌদি প্রো লিগে সফলতা অর্জন করা, 'আমি সফল হতে এসেছি। আমি ফুটবল উপভোগ করতে ও খেলতে চাই।'

ইউরোপ থেকে এশিয়ায় পাড়ি জমানোর ক্ষেত্রে পরিবারের সমর্থন পাওয়ার কথা জানান ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্তাসের সাবেক ফুটবলার রোনালদো, 'তারাও খুব খুশি। আমার পরিবার সব সময় আমাকে সমর্থন করে। বিশেষ করে, আমার সন্তান ও স্ত্রী।'

সৌদির জনগণের আতিথেয়তা মনে ধরেছে পাঁচটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতা মহাতারকার, 'আমরা এখানে ভালো বোধ করছি। সৌদি আরবের লোকজন ভালো (আচরণ) করে যাচ্ছে।'

সংবাদ সম্মেলনের পর রোনালদো গায়ে থাকা স্যুট পাল্টে আল নাসরের জার্সি পরে মাঠে প্রবেশ করেন। টইটম্বুর গ্যালারিতে তাকে দেখার অপেক্ষায় ছিলেন ক্লাবটির ভক্ত-সমর্থকরা। তার সতীর্থদের সকলে অর্থাৎ আল নাসরের পুরো স্কোয়াডই রোনালদোর সঙ্গে সাক্ষাত করতে উপস্থিত হন।

Comments

The Daily Star  | English

India, Pakistan agree to ceasefire

Announces Trump after rivals launch multiple attacks on key military installations; Islamabad, New Delhi confirm truce

3h ago