ম্যানইউর সহজ জয়, হোঁচট খেল আর্সেনাল

দাপুটে পারফরম্যান্সে আরও একটি দারুণ জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বোর্নমাউথকে এক অর্থে উড়িয়ে দিয়েছে দলটি। ইউনাইটেড সহজ জয় পেলেও হোঁচট খেয়েছে শীর্ষে থাকা আর্সেনাল। চলতি আসরে চমক দেখানো নিউক্যাসল রুখে দিয়েছে গানারদের।

মঙ্গলবার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে বোর্নমাউথের বিপক্ষে ৩-০ গোলের ব্যবধানে জিতেছে ইউনাইটেড। আর এমিরেটস স্টেডিয়ামে নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে গোলশূন্য ড্র করেছে আর্সেনাল।

এদিন দলের প্রথম গোছানো আক্রমণেই এগিয়ে যায় ইউনাইটেড। ম্যাচের ২তম মিনিটে দলকে লিড এনে দেন কাসেমিরো। ক্রিস্টিয়ান এরিকসেনের ফ্রি কিক থেকে দারুণ এক ভলিতে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করে রেড ডেভিলরা। বদলি খেলোয়াড় আলেহান্দ্রো গার্নাচোর কাট ব্যাক থেকে বল পেয়ে জোরালো শটে বল জালে পাঠান ইংলিশ ডিফেন্ডার লুক শ। ৮৬তম মিনিটে ব্যবধান ৩-০ করেন মার্কাস র‌্যাশফোর্ড। ব্রুনো ফার্নান্দেজের কাছ থেকে ফাঁকায় বল পেয়ে জালে বল পাঠান এই ইংলিশ ফরোয়ার্ড। 

দিনের অপর ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে দারুণ কিছু সুযোগ তৈরি করেও গোলশূন্য ড্র করে আর্সেনাল। আরেক ম্যাচে আলেকজান্ডার মিত্রোভিচের একমাত্র গোলে লেস্টার সিটিকে হারিয়েছে ফুলহ্যাম।

এদিকে ঘরের মাঠে এভারটনকে উড়িয়ে দিয়েছেন ব্রাইটন এন্ড হোভ অ্যালবিয়ন। কাউরো মিতোমা, ইভান ফার্গুসন, প্যাসকল গ্রস ও সলি মার্চের গোলে ৪-১ গোলের ব্যবধানে জিতেছে দলটি। এভারটনের হয়ে গোলটি করেন ডেমারাই গ্রে।

হোঁচট খেলেও পয়েন্ট টেবিলে যথারীতি শীর্ষেই আছে আর্সেনাল। ১৭ ম্যাচে ৪৪ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৩৬। ১৮ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তিনে আছে নিউক্যাসল। সমান পয়েন্ট হলেও গোল পার্থক্যে পিছিয়ে চারে আছে ইউনাইটেড। 

Comments

The Daily Star  | English

July 6, 2024: 'Bangla Blockade' announced

Beyond Dhaka, protesters hold the streets with equal resolve

22h ago