এটা ফুটবল খেলাই না: অভিযোগ আনচেলত্তির

প্রতিপক্ষ স্পেনের চতুর্থ সারির দল কাসেরিনো। তাদের বিপক্ষে বেঞ্চের খেলোয়াড়দের পরখ করে দেখলেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। কিন্তু জয় পেতে হিমসিম খেয়েছে দলটি। রদ্রিগোর একমাত্র গোলে কোনোমতে জয় পায় তারা। ম্যাচ শেষে দলটির বিপক্ষে অভিযোগ করেছেন রিয়াল কোচ।
মঙ্গলবার রাতে কোপা দেল রে'র ম্যাচে কাসেরিনোকে ১-০ গোলের ব্যবধানে হারায় রিয়াল। ম্যাচের ৬৯তম মিনিটে জয়সূচক গোলটি আসে রদ্রিগোর কাছ থেকে।
সবশেষ লা লিগায় খেলা রিয়াল ভায়োদোলিদের বিপক্ষে নামানো একাদশ থেকে এদিন নয়টি পরিবর্তন নিয়ে মাঠে নামে রিয়াল। দ্বিতীয় সারির দলটি প্রত্যাশা পূরণ করতে পারেনি। শুরু থেকেই ম্যাড়মেড়ে ফুটবল উপহার দেয় দুই দল। প্রথমার্ধে সে অর্থে কোনো আক্রমণই হয়নি। তবে দ্বিতীয়ার্ধে কিছুটা গোছানো ফুটবল খেলে রিয়াল। ৬৯তম মিনিটে দারুণ এক গোল করেন রদ্রিগো।
সতীর্থের কাছ থেকে বল পেয়ে বাঁ প্রান্তে দুই খেলোয়াড়কে কাটিয়ে ডি-বক্সে ঢুকে আরেক খেলোয়াড়কে এড়িয়ে দারুণ এক কোণাকোণি শটে লক্ষ্যভেদ করেন এ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। আর গোল করে উদযাপন করেন লাফিয়ে উঠে মুষ্টিবদ্ধ হাত বাতাসে ছুড়ে। যেমনটা করতেন পেলে।
পুরো ম্যাচেই রক্ষণ আগলে রাখার চেষ্টা চালায় কাসেরিনো। তাতেই মহা বিরক্ত রিয়াল কোচ। ম্যাচ শেষে অভিযোগ করে বলেছেন, 'এখানে ফুটবল খেলা সম্ভব নয়। এটা আমার কাছে ফুটবল খেলাই না, অন্য কোনো খেলা মনে হয়েছে। বড় দলের সঙ্গে ছোট দলগুলো লড়াই দেখতে ভালোই লাগে। তবে লোকে কিন্তু ফুটবল খেলা দেখতে চায়।'
উল্লেখ্য ২০১৪ সালের পর কোপা দেল রে'তে শিরোপা জিততে পারেনি রিয়াল।
Comments