এনজো যা করেছে ঠিক করেনি: বেনফিকা কোচ

নতুন বছরের উদযাপন করতে নিজ দেশে উড়ে গিয়েছিলেন এনজো ফার্নান্দেজ। কিন্তু ফিরতে পারেননি নির্ধারিত সময়ে। তাতে বেজায় খেপেছেন বেনফিকা কোচ রজার স্মিডথ। ক্লাব থেকে জরিমানার মুখে তো পড়ছেনই, একই সঙ্গে প্রিমেইরা লিগার সবশেষ পর্তিমনেন্সের বিপক্ষে ম্যাচের স্কোয়াডেই জায়গা মেলেনি তার। ক্ষুব্ধ কোচ স্মিডথও সাফ জানিয়ে দিলেন, কাজটা একদমই ভালো করেননি এনজো।

শুক্রবার রাতে এনজো না থাকলেও পর্তিমনেন্সের বিপক্ষে ঠিকই জয় তুলে নিয়েছে বেনফিকা। আর্জেন্টাইন মিডফিল্ডারের না থাকা নিয়ে ম্যাচশেষে পর্তুগিজ ক্রীড়ামাধ্যম বিটুয়েন্টিফোরকে কোচ স্মিডথ বলেন, 'সে আমাদের খেলোয়াড়। আমরা তার ওপর নির্ভর করি ও চ্যাম্পিয়ন হতে আমাদের তাকে প্রয়োজন। সে যেটা করেছে ঠিক করেনি, সেই কারণেই আজ (শুক্রবার) সে দলে ছিল না।'

মরুর বুকে ৩৬ বছরের বিশ্বকাপ শিরোপার আক্ষেপ ঘোচানোর মিশনে আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এনজো। অথচ বিশ্বকাপের আগে প্রথম একাদশে জায়গা পাওয়াই নিশ্চিত ছিল না তার। কিন্তু কাতারে গিয়েই বদলে যায় তার ভাগ্য। মেক্সিকোর বিপক্ষে সুযোগ পেয়ে করেন গোল, পাশাপাশি মাঝমাঠে অনবদ্য উপস্থিতিতে কাড়েন নজর। এরপর আর পিছনে তাকাতে হয়নি এনজোকে, আলবিসেলেস্তেদের বাকি ম্যাচগুলোতেও সুযোগ পান তিনি। 

সাম্প্রতিক পারফরম্যান্সও কথা বলছে এনজোর পক্ষে। বেনফিকার হয়ে চলতি মৌসুমে ২৫ ম্যাচ খেলে করেছেন তিন গোল ও পাঁচ অ্যাসিস্ট। এছাড়াও একাধিকবার হয়েছেন সতীর্থদের গোলের উৎস। আগামী মঙ্গলবার (১০ জানুয়ারি) রাতে পর্তুগিজ কাপের ম্যাচে ভারজিমের বিপক্ষে একাদশে ফিরতে পারেন তিনি।

উল্লেখ্য, পর্তুগিজ সংবাদমাধ্যম রেকর্ডের সংবাদ অনুযায়ী, নতুন বছরের উদযাপন শেষে দেরিতে ক্লাবে ফেরায় বেনফিকার হয়ে দুটি অনুশীলন সেশন মিস করেন এনজো। ক্লাব থেকে স্পষ্ট আল্টিমেটাম ছিল সোমবারের (২ জানুয়ারি) মধ্যেই ফিরতে হবে সকল খেলোয়াড়কে। এনজো পর্তুগালে পৌঁছান মঙ্গলবার। যে কারণে তাকে জরিমানা করে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago