স্পেনে সংবর্ধনা পেলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ
আর্জেন্টিনার ৩৬ বছরের বিশ্বকাপ খরা ঘুচানোর পর থেকেই একের পর এক সংবর্ধনায় সিক্ত হয়ে চলেছেন লিওনেল স্কালোনি ও তার দল। এরই ধারাবাহিকতায় এবার স্পেনেও সম্মান জানানো হলো আলবিসেলেস্তে কোচকে। সাবেক ক্লাব মায়োর্কার ঘরের মাঠ সন ময়েক্সে স্বাগতিক ভক্তদের সামনে সংবর্ধনা দেওয়া হয় স্কালোনিকে।
শনিবার রাতে লা লিগার ম্যাচে রিয়াল ভায়োদোলিদের বিপক্ষে মাঠে নামে মায়োর্কা। ম্যাচটির পূর্বে সম্মান জানানো হয় লিওনেল মেসিদের বিশ্বকাপ ও কোপা আমেরিকা জয়ের নেপথ্যের নায়ক স্কালোনিকে। এই সময় নিজেদের সাবেক রাইট ব্যাককে তার নাম ও নম্বর সম্বলিত একটি জার্সিও উপহার দেয় স্প্যানিশ ক্লাবটি।
মায়োর্কার হয়ে দুটি মৌসুম খেলেছিলেন স্কালোনি। ৩৪টি ম্যাচে তাদের হয়ে মাঠে নেমেছিলেন আলবিসেলেস্তেদের বর্তমান কোচ। তবে স্পেনে বেশ পরিচিত মুখই ছিলেন এই আর্জেন্টাইন। ক্যারিয়ারের একটি বড় সময় কাটিয়েছেন আরেক স্প্যানিশ ক্লাব দেপোর্তিভো লা করুনায়।
এদিকে গেল ডিসেম্বরেই শেষ হয়ে গেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ। তবে শীঘ্রই নতুন চুক্তি হতে চলেছে এমন ইঙ্গিত আগেই দিয়েছিলেন এএফএ সভাপতি ক্লাউদিও তাপিয়া। এবার খোদ স্কালোনিও দিলেন তেমনই ইঙ্গিত।
আন্তর্জাতিক ক্রীড়ামাধ্যম ডিএজেডএনকে শনিবার আর্জেন্টাইন কোচ বলেন, 'আমরা (নতুন চুক্তির) পথেই আছি, যেকোনো আর্জেন্টাইনের স্বপ্নের জায়গাটায় আমি আছি।'
Comments