জয়ের চেয়েও বেশি কিছু দেখছেন জাভি

আগের ম্যাচে ভালো খেলেও এসপানিওলের বিপক্ষে হোঁচট খেয়েছিল বার্সেলোনা। এবার অ্যাতলেটিকো মাদ্রিদের মাঠে গিয়ে সেরাটা খেলতে না পারলেও মূল্যবান তিন পয়েন্ট পেয়ে গেছে জাভি হার্নান্দেজের দল। এই জয়কে তাই লিগ শিরোপা জেতার মিশনে বিশেষ কিছু হিসেবে মনে করছেন বার্সা কোচ।
রোববার রাতে স্প্যানিশ লা লিগার ম্যাচে অ্যাতলেতিকোকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। ২২ মিনিটে দলের হয়ে একমাত্র গোল করে উসমান দেম্বেলে।
প্রথমার্ধে পাওয়া গোল শেষ পর্যন্ত ধরে রাখতে পারে তারা। স্বাগতিকদের প্রবল চাপ সয়ে বের করে নেয় ম্যাচের দল। খেলা শেষে জাভির কণ্ঠে তাই তৃপ্তির ঢেঁকুর, 'এটা স্রেফ তিন পয়েন্ট পাওয়ার বিষয় নয়, এটা আমাদেরকে মানসিকভাবে অনেক চাঙ্গা করে দেবে বাকি লিগের জন্য।'
এই জয়ের ফলে ১৬ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে এক নম্বরে অবস্থান পোক্ত করেছে কাতালানরা। সমান ম্যাচ খেলে ৩৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তাদের চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। শিরোপা জেতার আশা তাই উজ্জ্বল হচ্ছে। এমন সম্ভাবনায় উদ্বেলিত জাভি, 'আমরা কঠিন পরিস্থিতি থেকে জিততে জানি, এসপানিওয়লের বিপক্ষে সেরাটা খেলতে পারিনি, আজও না। তবে আমরা সংগ্রাম করেছি, জাত চিনিয়ে তিনটা স্বর্ণালী পয়েন্ট নিয়ে এসেছি। আমরা লিগ জেতার জন্য টেবিলের চূড়ায় আছি।'
বার্সা কোচ এদিন আলাদা করে প্রশংসা করেছেন দলের রক্ষণভাগের। নিজেদের সীমানায় কোন ভুল না করার ফল যে কত মধুর তা জানালেন তিনি, 'তারা অনেক চাপ প্রয়োগ করেছে। আমরা সেসব সামলে নিয়েছি। তিনটা পয়েন্ট আদায় করেছি।'
'গোল হজম না করাটা কতটা গুরুত্বপূর্ণ দেখা গেছে। এসপানিওলের বিপক্ষে বলেছিলাম আমরা আরও ভালো কিছু প্রত্যাশা করি। আজ আমরা ভালো না খেলেও তিন পয়েন্ট পেয়েছি।'
Comments