পর্তুগালের নতুন কোচ মার্তিনেজ যোগাযোগ করবেন রোনালদোর সঙ্গেও

ফার্নান্দো সান্তোস দায়িত্ব ছাড়ার পর থেকে এতোদিন কোচের খোঁজে ছিল পর্তুগাল। এবার নতুন কোচ নিয়োগ দিল দেশটির ফুটবল ফেডারেশন। সাবেক বেলজিয়াম কোচ রবার্তো মার্তিনেজকে নতুন কোচ ঘোষণা করেছে তারা। দায়িত্ব পেয়েই স্প্যানিশ কোচ জানালেন, ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে যোগাযোগ করবেন তিনি।
সোমবার এক সংবাদ সম্মেলনে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ) সভাপতি ফার্নান্দো গোমেজ বলেন, 'তিনি (মার্তিনেজ) যে উদ্দীপনা এবং উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে (আমাদের) আমন্ত্রণ গ্রহণ করেছেন আমি সেটার প্রশংসা করি। এটা জাতীয় দলের জন্য একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত।'
কাতার বিশ্বকাপ থেকে বেলজিয়াম ও পর্তুগাল ছিটকে যাওয়ার পর নিজ নিজ পদ থেকে থেকে সরে দাঁড়ান দুই দলের দুই কোচ মার্তিনেজ ও সান্তোস। এতে আন্তর্জাতিক ফুটবলের রেড ডেভিলদের সঙ্গে ছয় বছরের দীর্ঘ পথচলার সমাপ্তি ঘটে সাবেক সোয়ানসি ও এভারটন কোচ মার্তিনেজের।
নতুন দায়িত্ব নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে ৪৯ বছর বয়সী স্প্যানিশ কোচ বলেন, 'বিশ্বের অন্যতম প্রতিভাবান একটি দলের প্রতিনিধিত্ব করতে পেরে আমি আনন্দিত। আমি বুঝতে পারছি যে অনেক প্রত্যাশা রয়েছে... তবে আমি এটাও বুঝি যে অনেক বড় একটি দল রয়েছে এবং একসঙ্গে আমরা আমাদের লক্ষ্য অর্জন করব।'
ক্রিস্তিয়ানো রোনালদোকে শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনালের দুই ম্যাচে শুরুর একাদশে না রেখে ব্যাপক সমালোচিত হয়েছিলেন সাবেক কোচ সান্তোস। তবে মার্তিনেজ দায়িত্ব নিয়েই জানালেন সিআর সেভেনের সঙ্গে আলোচনার টেবিলে বসতে আগ্রহী তিনি।
জাতীয় দলে রোনালদোর ভবিষ্যৎ নিয়ে জানতে চাইলে মার্তিনেজ বলেন, 'সর্বশেষ বিশ্বকাপের (দলে) থাকা ২৬ জন খেলোয়াড়ের সঙ্গেই আমি যোগাযোগ করতে চাই... ক্রিস্তিয়ানোও সেই তালিকায় আছে।'
Comments