মেসিকে বিশ্বকাপ হাতে মাঠে প্যারেড করতে দেবে না পিএসজি!

ফাইনালে ফ্রান্সকে হারিয়েই বিশ্বকাপে চুমু খেয়েছিলেন লিওনেল মেসি। সেই ফ্রান্সের মাঠে তাদের সমর্থকদের সামনে বিশ্বকাপ নিয়ে প্যারেড করাটা মারাত্মক ঝুঁকিরই বটে। তার উপর এমিলিয়ানো মার্তিনেজের নানা কাণ্ডে এমনিতেই খেপে রয়েছে ফরাসি সমর্থকরা। তাই কোনো ধরণের আপত্তিকর বিষয় এড়াতে পিএসজিতে ফেরার ম্যাচে মাঠে বিশ্বকাপ নিয়ে মেসিকে প্যারেড করতে দেবে না পিএসজি।

ফরাসি সংবাদমাধ্যম লা প্যারিসিয়ান জানিয়েছে, ভক্তদের সম্ভাব্য প্রতিক্রিয়ার কথা ভেবেই বিশ্বকাপজয়ী মেসিকে পার্ক দে প্রিন্সেসে ট্রফি প্যারেড করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিএসজি। গত ১৮ ডিসেম্বর কাতারে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতার পর আজ বুধবার রাতে প্রথমবারের মতো পিএসজির হয়ে মাঠে নামছেন মেসি। অ্যাজারের বিপক্ষে লিগ ওয়ানডের ম্যাচটি হবে তাদের ঘরের মাঠে। 

সংবাদ অনুযায়ী, ক্লাবটি মনে করে যে মেসি অনুশীলনে ফিরে আসার পর তাকে গার্ড অফ অনার দেওয়াটাই বিশ্বকাপ বিজয়ীর জন্য যথেষ্ট ছিল। অল্প কয়েক দিনের ব্যবধানে ফের নতুন করে আরও একবার বিশেষ কিছু করতে চাইছে না ক্লাবটি।

বিশ্বকাপ শেষে খেলোয়াড়রা যখন ক্লাবে ফেরেন তখন সমর্থকদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনাই পেয়ে থাকেন। ট্রফি হাতে মাঠে প্যারেড অনেকটা রীতির মধ্যেই পরে। কিন্তু ফরাসি সমর্থকদের কথা ভেবেই কোনো ঝুঁকি নিতে রাজী হয়নি ক্লাবটি। কারণ অনেক সমর্থকের ক্ষোভ রয়েছে আর্জেন্টিনার উপর। তাই মাঠে উল্টো মেসিকে দুয়ো দিতে পারেন কেউ।

এছাড়া কিলিয়ান এমবাপের প্রতি আলবিসেলেস্তে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের কটূক্তির কারণে ফরাসি সমর্থকদের রোষানলে পড়তে পারেন মেসি। বিশ্বকাপ শেষে আর্জেন্টিনায় ফিরে দেশবাসীর সঙ্গে আনন্দ ভাগাভাগির সময়ও উদযাপনে এমবাপের মুখের আকৃতির একটি শিশু পুতুল কোলে নিয়ে ঘুরতে দেখা যায় এমিলিয়ানোকে। সামাজিক মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সেই ছবি।

Comments

The Daily Star  | English

Leaked audio reveals Hasina ordered lethal force in deadly crackdown: BBC investigation

In the audio, Hasina is heard saying she authorised security forces to "use lethal weapons" against demonstrators

1h ago