এমন ফাইনালের আকাঙ্ক্ষায় ছিলেন জাভি

নাটকীয় লড়াইয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে বার্সেলোনা। গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেনের কল্যাণে রিয়াল বেতিসকে তারা হারিয়েছে টাইব্রেকারে। শিরোপা নির্ধারণী মঞ্চে তাদের অপেক্ষায় আছে রিয়াল মাদ্রিদ।
ছবি: এএফপি

নাটকীয় লড়াইয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে বার্সেলোনা। গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেনের কল্যাণে রিয়াল বেতিসকে তারা হারিয়েছে টাইব্রেকারে। শিরোপা নির্ধারণী মঞ্চে তাদের অপেক্ষায় আছে রিয়াল মাদ্রিদ। বার্সা কোচ জাভি হার্নান্দেজ জানালেন, চিরপ্রতিদ্বন্দ্বী দলটিকে মোকাবিলার আকাঙ্ক্ষায় ছিলেন তিনি।

বৃহস্পতিবার রাতে রুদ্ধশ্বাস লড়াইয়ে আসরের দ্বিতীয় সেমিফাইনালে জিতেছে কাতালানরা। সৌদি আরবের কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে টাইব্রেকারে ৪-২ গোলে বেতিসকে পরাস্ত করেছে জাভির শিষ্যরা। এর আগে নির্ধারিত সময় ১-১ ও অতিরিক্ত সময় ২-২ সমতায় শেষ হয়।

পেনাল্টি শুটআউটে প্রথম দুটি শটে বল জালে পাঠিয়েছিল বেতিস। তাদের পক্ষে লক্ষ্যভেদ করেন উইলিয়ান জোসে ও লরেন মোরেন। তবে হুয়ানমি ও উইলিয়াম কারভালহোর নেওয়া পরের দুটি শট ঝাঁপিয়ে ঠেকান জার্মান তারকা টের স্টেগেন। বার্সেলোনা চার শটের প্রতিটিতে নিশানা ভেদ করে। তাদের হয়ে জাল খুঁজে নেন রবার্ত লেভানদভস্কি, ফ্রাঙ্ক কেসিয়ে, আনসু ফাতি ও পেদ্রি।

সুপার কাপের ফাইনাল রূপ নিয়েছে 'এল ক্লাসিকো'তে। সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকেন দুই স্প্যানিশ পরাশক্তি বার্সেলোনা ও রিয়ালের লড়াই উপভোগ করার জন্য। জাভিও ব্যতিক্রম নন। বেতিস নামক বাধা অতিক্রমের পর গণমাধ্যমকে বার্সা কোচ বলেন, 'এটা একটা আকাঙ্ক্ষিত ফাইনাল এবং এখন আমরা শিরোপার জন্য এগোচ্ছি। আমি সব সময় সেরাদের বিপক্ষে খেলতে চাই এবং তাদেরকে হারাতে চাই।'

চলতি মৌসুমে আরও তিনটি প্রতিযোগিতার শিরোপার দৌড়ে টিকে আছে বার্সা। সেগুলো হলো লা লিগা, কোপা দেল রে ও উয়েফা ইউরোপা লিগ। এই প্রসঙ্গে সাবেক স্প্যানিশ তারকা ফুটবলার জাভি বলেন, 'এটা একটা শিরোপা (জয়ের লড়াই) এবং সেকারণে এটা গুরুত্বপূর্ণ। কিন্তু এটা মৌসুম পাল্টেও দেবে না। তবে এটা মৌসুমের বাকি অংশে আমাদের মনোবল ও মনে শান্তি যোগাবে। তবে এখানে যা-ই ঘটুক না কেন অন্য তিনটি শিরোপার জন্য আমরা লড়াই করব।'

টাইব্রেকারে নায়ক হওয়ার আগেও টের স্টেগেন ছিলেন অনবদ্য। নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলিয়ে ম্যাচের ১২০ মিনিটে পাঁচটি গুরুত্বপূর্ণ সেভ করেন তিনি। শিষ্যের প্রশংসায় পঞ্চমুখ জাভি বলেন, 'যখন থেকে আমি এখানে এসেছি, আমি তাকে নিয়ে আনন্দিত। সে একইসঙ্গে আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ।'

ফাইনালে কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামেই খেলতে নামবে বার্সা ও রিয়াল। হাইভোল্টেজ ম্যাচটি মাঠে গড়াবে আগামী রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে।

Comments

The Daily Star  | English
Metro now connects Uttara with Motijheel

Uttara-Motijheel Metro: 8am-8pm service not before April

Commuters may have to wait until July for service until midnight on the entire Uttara-Motijheel section, hints Metro rail authorities

4h ago