রোনালদোর সমালোচকরা এখন নীরব: কোহলি
ক্রিস্তিয়ানো রোনালদোকে নিয়ে বরাবরই নিজের আবেগ, উচ্ছ্বাস জানিয়ে আসছেন বিরাট কোহলি। বিশ্বকাপে পর্তুগালের বিদায়ের পর তিনি দেন আবেগঘন পোস্ট। এবার সৌদি আরবে গিয়ে রোনালদোর প্রথম মাঠে নামার পরও কোহলি প্রিয় ফুটবলারকে নিয়ে হলেন মুখর। পর্তুগিজ মহাতারকার সমালোচকদের নিয়েই সমালোচনায় মেতেছেন তিনি।
ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে বিচ্ছেদের পর ক্লাববিহীন হয়ে পড়ার পাশাপাশি রোনালদোর বিশ্বকাপও যায় মলিন। পরে সৌদির ক্লাব আল-নাসেরে তিনি যোগ দিলে হতাশ হয়ে পড়েন তার সমর্থকরা। অনেকেই শেষ দেখছিলেন এই তারকার।
সৌদির ক্লাবে গেলেও রোনালদোর অভিষেকটা হয়েছে বিপুল আড়ম্বরপূর্ণ। সৌদির দুই ক্লাবের সম্মিলিত রিয়াদ অল–স্টার দলের সঙ্গে প্রীতি ম্যাচ আয়োজন হয় লিওনেল মেসিদের পিএসজির। সেই ম্যাচে সৌদির মাঠে প্রথমবার নেমে দুই গোল করে ম্যাচ সেরা হন সিআরসেভেন।
শক্তিশালী পিএসজির সঙ্গে তাল মিলিয়ে খেলে ৫-৪ গোলে হারে রিয়াদ অল-স্টার। যেখানে ৬১ মিনিট মাঠে থেকেই সেরার পুরস্কার নিয়ে নেন রোনালদো। ম্যাচে দেখা যায় তার পুরনো দিনের কিছু ঝলক। মেসি, নেইমার, কিলিয়ান এমবাপেদের ছাপিয়ে আলোটা কাড়েন তিনি।
এরপর ভারতের সাবেক অধিনায়ক রোনালদোর ম্যাচ সেরা ট্রফির ছবি দিয়ে ইন্সটাগ্রামে দিয়েছেন পোস্ট। সেখানে রোনালদোর নিন্দুকদের ইঙ্গিত করেছেন তিনি, '৩৮ বছর বয়সেও শীর্ষ পর্যায়ে করে দেখাচ্ছেন (সেরা পারফর্ম্যান্স)। ফুটবল বিশেষজ্ঞরা আলোচনায় আসার জন্য প্রতি সপ্তাহে তার সমালোচনা করেন। বিশ্বের সেরা এক ক্লাবের বিপক্ষে তার পারফরম্যান্সের পর এখন তারা নীরব। অথচ বলাবলি হচ্ছিল তিনি (রোনালদো) নাকি ফুরিয়ে গেছেন।'
দারুণ অভিষেকের পর আল-নাসেরের হয়ে সৌদির লিগ ফুটবলে অভিষেকের অপেক্ষায় আছেন তিনি।
Comments