দানি আলভেজের গ্রেফতারের খবর শুনে বিস্মিত জাভি

যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার হয়েছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজ। জামিন আবেদন মঞ্জুর করা হয়নি। রয়েছেন পুলিশি হেফাজতে। যা রীতিমতো বিস্মিত করেছে তার দীর্ঘদিনের সতীর্থ বর্তমান বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজকে।
ক্যারিয়ারে লম্বা সময় একই সঙ্গে খেলেছেন আলভেজ ও জাভি। অনেক যুদ্ধ জয়ের নায়ক এ দুই তারকা। সতীর্থের সম্পর্কে কিছুটা হলেও জানাশোনা রয়েছে তার। তাই এমন সংবাদে বড় ধাক্কাই খেয়েছেন তিনি, 'এই ধরনের পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করা কঠিন। আমি বিস্মিত ও মর্মাহত, মারাত্মক ধাক্কা খেয়েছি। এটা ন্যায়বিচারের প্রশ্ন। যেভাবেই হোক ন্যায়বিচার হতে হবে। দানির জন্য আমার খুব খারাপ লাগছে। ও আমাদের সঙ্গে কেমন ছিল তা নিয়ে আমি হতবাক।'
মূল ঘটনাটা সামনে আনে স্পেনের প্রথম সারির এক সংবাদপত্র এবিসি। গত ৩০ ডিসেম্বর মধ্যরাতে বার্সেলোনার সাটন নামে এক নাইটক্লাবে বন্ধুদের সঙ্গে নাচার সময় সেই নারীর সম্মতি ছাড়াই তার অন্তর্বাসের ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছিলেন আলভেজ।
আলভেজ অবশ্য নাইটক্লাবে থাকার বিষয়টি মেনে নিলেও কোনো অন্যায় কাজ করেননি বলে দাবি করেছিলেন, 'হ্যাঁ, আমি সেই জায়গায় ছিলাম, আরও লোকের সঙ্গে উপভোগ করছিলাম। আর যারা আমাকে চেনেন তারা জানেন যে আমি নাচতে ভালোবাসি। আমি অন্য কারো ক্ষতি না নেচে ছিলাম এবং উপভোগ করছিলাম।'
'আমি জানি না সেই মহিলা কে। আপনি একটি বাথরুমে গিয়েছেন এবং সেখানে কে আছে তা আপনাকে জিজ্ঞাসা করতে হবে না। আমি কখনো কারো ক্ষতি করিনি। আমি কীভাবে একটি মহিলা বা একটি মেয়ে সঙ্গে এটা করতে পারি? না, ঈশ্বরের দোহাই,' বলেন আলভেজ।
এদিকে জামিন আবেদন নামঞ্জুর করতে আলভেজ পালিয়ে যেতে পাড়েন এমন যুক্তি উপস্থাপন করেন পাবলিক প্রসিকিউটররা। আদালত তা আমলেও নিয়েছে। আর এ ঘটনায় গত জুলাইয়ে যোগ দেওয়া মেক্সিকোর ক্লাব পুমাস চুক্তি বাতিল করেছে তার।
Comments