চেলসির বিপক্ষে ড্র আশা দেখাচ্ছে লিভারপুল কোচকে
চলতি মৌসুমে সময়টা বেশ বিবর্ণ কাটছে ইংলিশ জায়ান্ট লিভারপুলের। মৌসুমের অর্ধেক না যেতেই এক প্রকার ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে ছিটকে পড়েছে দলটি। শীর্ষ চারে থাকাই এখন কঠিন। প্রায় প্রতি ম্যাচেই গোল হজম করছে দলটি। সেখানে আগের দিন চেলসির বিপক্ষে ক্লিনশীট পেয়েছে। তাতেই আশার আলো দেখতে পাচ্ছেন দলটির প্রধান কোচ ইয়ুর্গেন ক্লপ।
শনিবার অ্যানফিল্ডে ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি ও লিভারপুলের মধ্যকার ম্যাচটি গোলশূন্যভাবে ড্র হয়েছে। ১৯ ম্যাচের এটা তাদের পঞ্চম ড্র। তবে ছয়টি ম্যাচ হেরেছে তারা। ফল পয়েন্ট তালিকার অষ্টম স্থানে রয়েছে দলটি। অবশ্য লিভারপুলের মতো চেলসির অবস্থাও এবার সুবিধাজনক নয়। এক ম্যাচ বেশি খেলে তারা তারা সাতটিতে, ৫টি ড্র। রয়েছে দশম স্থানে।
মূলত রক্ষণ সামলানোর ক্ষেত্রে এবার বেশ সংগ্রাম করতে হচ্ছে লিভারপুলকে। সব প্রতিযোগিতা মিলে পুরো মৌসুমে এখন পর্যন্ত মাত্র নয়টি ম্যাচে নিজেদের জাল অক্ষত রাখতে পেরেছে দলটি। হেরেছে অবনমন অঞ্চলে থাকা দলগুলোর বিপক্ষেও। সেখানে চেলসির বিপক্ষে গোলবার অক্ষত রাখতে পেরেই দারুণ খুশি লিভারপুল কোচ।
কোচিং ক্যারিয়ারে চেলসির বিপক্ষে এক হাজারতম ম্যাচে আগের দিন মাঠে নামেন ক্লপ। সেখানে তার দল গোলশূন্য ড্র করে মাঠ ছাড়ে। ম্যাচ শেষে বিটি স্পোর্টসকে ক্লপ বলেছেন, 'আমরা প্রথমার্ধে শুরুটা ভালো করি এবং দ্বিতীয়ার্ধেও; আমাদের বিল্ডআপ ভালো ছিল তবে তা ধরে রাখতে পারিনি। আমাদের ছোট ছোট পদক্ষেপের জন্য প্রস্তুত থাকতে হবে এবং চেলসির বিপক্ষে ক্লিনশীট -এটি একটি ছোট পদক্ষেপ।'
'আমরা খুব বেশি সুযোগ তৈরি করতে পারিনি এবং তারা কিছু পেরেছিল। দ্বিতীয়ার্ধে প্যাশনের সঙ্গে একতাবদ্ধভাবে রক্ষণ সামলেছি, কিন্তু এই মুহুর্তগুলোতে আমরা খুব গভীরে ছিলাম। শেষ পর্যন্ত, গোলশূন্য ফলাফল ঠিক আছে কারণ আপনাকে এই ধাপগুলো মেনে নিতে হবে। আমরা এখান থেকে নিজেদের তৈরি করতে পারি। দুই দলই ছিল খুবই আক্রমণাত্মক,' যোগ করেন ক্লপ।
Comments