ক্রুস-মদ্রিচের মতোই কামাভিঙ্গা 'আনটাচবল'

দুই দশক পর আবারও ইংলিশ প্রিমিয়ার লিগ জিতে নেওয়ার দারুণ সম্ভাবনা তৈরি হয়েছে আর্সেনালের। এমন সুযোগ হাতছাড়া করতে চায় না দলটি। তাই দলের শক্তি আরও বাড়াতে মরিয়া তারা। নজর দিয়েছে রিয়াল মাদ্রিদ তারকা এদুয়ার্দো কামাভিঙ্গায়। তবে এই ফরাসি তারকা লুকা মদ্রিচ ও টনি ক্রুসের মতো 'আনটাচবল' বলে জানিয়ে দিয়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।

দুই দশক পর আবারও ইংলিশ প্রিমিয়ার লিগ জিতে নেওয়ার দারুণ সম্ভাবনা তৈরি হয়েছে আর্সেনালের। এমন সুযোগ হাতছাড়া করতে চায় না দলটি। তাই দলের শক্তি আরও বাড়াতে মরিয়া তারা। নজর দিয়েছে রিয়াল মাদ্রিদ তারকা এদুয়ার্দো কামাভিঙ্গায়। তবে এই ফরাসি তারকা লুকা মদ্রিচ ও টনি ক্রুসের মতো 'আনটাচবল' বলে জানিয়ে দিয়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।

কিনে নিতে না পারলেও এই জানুয়ারিতে ধারে কামাভিঙ্গাকে চায় আর্সেনাল। যদিও এ তরুণ রিয়ালে খুব বেশি খেলার সময় পাচ্ছেন না। কিন্তু তাকে ছাড়ার কোনো ইচ্ছাই নেই বলে জানিয়ে দিয়েছেন আনচেলত্তি। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, 'সে (কামাভিঙ্গা) আনটাচবল। যেমনটা ক্রুস ও মদ্রিচ। তারা দলের জন্য সবকিছু দেয়। তার মানে এমন না যে তারা প্রতি ম্যাচ খেলবে।'

এদিকে রিয়ালের আরেক তরুণ আউরেলিয়ান চুয়ামিনিকে নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। ক্লাবের অনুমতি না নিয়ে এনবিএর ম্যাচ দেখে গিয়েছিলেন তিনি। শিকাগো বুলের বিপক্ষে ডেট্রয়েট পিস্টন্সের ম্যাচে ক্যামেরায় ধরা পড়েন তিনি। অথচ পায়ের পেশীর ইনজুরির জন্য পুনর্বাসন প্রক্রিয়ার থাকার কথা ছিল তার।

তবে চুয়ামিনি এর জন্য ক্ষমা চাওয়ায় বিষয়টির ইতি টেনেছেন আনচেলত্তি, 'সে (চুয়ামিনি) বিষয়টির জন্য ক্ষমা চেয়েছে। সে একটা ভুল করেছে। সে এখনও অনেক তরুণ। একটি ভুল হয়েছে এবং এটা শেষ হয়েছে। আশা করছি পরের সপ্তাহেই ম্যাচে ম্যাচে ফিরবে।'

আজ রোববার অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। সব প্রতিযোগিতা মিলে সবশেষ তিন ম্যাচে জয়হীন দলটি। ভিয়ারিয়ালের কাছে সবশেষ লা লিগার ম্যাচে হেরে পয়েন্ট টেবিলে বার্সেলোনার চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে পড়েছে আনচেলত্তির দল।

 

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago