চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের বিপক্ষে এমবাপেকে পাচ্ছে না পিএসজি
পিএসজি কোচ ত্রিস্তফ গালতিয়ে জানিয়েছিলেন যে চোট গুরুতর নয়। কিন্তু তার কথা বাতিল হতে খুব বেশি সময় লাগল না। মঁপেলিয়ের বিপক্ষে পাওয়া চোটে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে কিলিয়ান এমবাপেকে।
গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে পিএসজি জানিয়েছে, বাঁ ঊরুতে চোট পেয়েছেন ফরাসি স্ট্রাইকার। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, তিনি হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। চোটের কারণে বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলা হচ্ছে না এমবাপের। আগামী ১৫ ফেব্রুয়ারি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে বাভারিয়ানদের মুখোমুখি হবে পিএসজি।
ফরাসি লিগ ওয়ানে গত বুধবার রাতে মঁপেলিয়ের মাঠে ৩-১ গোলে জেতে প্যারিসিয়ানরা। তবে ম্যাচের প্রথমার্ধেই চোট নিয়ে বেরিয়ে গিয়েছিলেন এমবাপে। ২৪ বছর বয়সী তারকা এর আগে দুই দফায় পেনাল্টি শট নিয়েও গোল করতে ব্যর্থ হয়েছিলেন।
আগামী ৪ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে সব প্রতিযোগিতা মিলিয়ে পাঁচটি ম্যাচ খেলবে ফরাসি চ্যাম্পিয়নরা। কোনোটিতেই থাকতে পারছেন না এমবাপে। লিগে তুলুজ, মোনাকো ও লিলের মুখোমুখি হবে পার্ক দে প্রিন্সেসের ক্লাবটি। এছাড়া, ফরাসি কাপে তাদের প্রতিপক্ষ মার্সেই।
চলমান ২০২২-২৩ মৌসুমে সব মিলিয়ে পিএসজির জার্সিতে ২৬ ম্যাচ খেলে ২৫ গোল করেছেন এমবাপে। ১৩ গোল নিয়ে তিনি আছেন লিগ ওয়ানের গোলদাতাদের তালিকার শীর্ষে। পাশাপাশি ৭ গোল করে লিভারপুলের মোহামেদ সালাহর সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা তিনি।
শিরোপা ধরে রাখার অভিযানে ২১ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের শীর্ষে রয়েছে পিএসজি। সমান ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে মার্সেই। ৪৫ পয়েন্ট পাওয়া লঁস নেমে গেছে তিনে।
Comments