এমবাপের চোট নিয়ে পিএসজির বক্তব্যে বায়ার্ন কোচের অবিশ্বাস
তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে পারেন কিলিয়ান এমবাপে। মঁপেলিয়ের বিপক্ষে চোটে পড়ার পর ফরাসি স্ট্রাইকারকে নিয়ে এমন বক্তব্য দিয়েছে পিএসজি। তবে সেটা বিশ্বাস করছেন না বায়ার্ন মিউনিখ কোচ ইউলিয়ান নাগেলসমান। এমবাপে খেলবেন ধরে নিয়েই পরিকল্পনা সাজাচ্ছেন তিনি।
আগামী ১৫ ফেব্রুয়ারি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে পিএসজি ও বায়ার্ন। ম্যাচের ভেন্যু প্যারিসিয়ানদের ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেস। তবে ফরাসি চ্যাম্পিয়নদের বিবৃতি অনুসারে, বাঁ ঊরুতে চোটের কারণে বাভারিয়ানদের বিপক্ষে এমবাপে খেলতে পারবেন না।
ফরাসি লিগ ওয়ানে গত বুধবার রাতে মঁপেলিয়ের মাঠে ৩-১ গোলে জেতে পিএসজি। তবে ম্যাচের প্রথমার্ধেই চোট নিয়ে খোঁড়াতে খোঁড়াতে বেরিয়ে যান এমবাপে। পরদিন মেডিকেল পরীক্ষা শেষে নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে পিএসজি জানায়, 'পরীক্ষার পর দেখা গেছে, কিলিয়ান এমবাপে তার বাম ঊরুর পেশিতে আঘাত পেয়েছেন। ধারণা করা হচ্ছে, তাকে তিন সপ্তাহ পর্যন্ত পাওয়া যাবে না।'
পিএসজির বক্তব্য অনুযায়ী, আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত খেলা হচ্ছে না এমবাপের। তবে নাগেলসমান সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি এক সংবাদ সম্মেলনে বলেছেন, 'আমি জানি না যে তার (এমবাপে) কী হয়েছে। (পিএসজি) তাদের ওয়েবসাইটে "তিন সপ্তাহ পর্যন্ত" উল্লেখ করে অস্পষ্ট বার্তা দিয়েছে। যদি তার হাড়ে কোনো চোট না থাকে, তাহলে আমার মনে হয় না সে (বায়ার্নের বিপক্ষে) ম্যাচটি মিস করবে।'
জার্মান বুন্দেসলিগার শিরোপাধারী বায়ার্নের কোচ যোগ করেছেন, 'সে খেলবে আশা করেই আমি প্রস্তুতি নিব। এত আগেই বলার উপায় নেই যে সে খেলবে না, যদি না তার কোনো গুরুতর চোট থেকে থাকে।'
চলমান ২০২২-২৩ মৌসুমে সব মিলিয়ে পিএসজির জার্সিতে ২৬ ম্যাচ খেলে ২৫ গোল করেছেন এমবাপে। ১৩ গোল নিয়ে তিনি আছেন লিগ ওয়ানের গোলদাতাদের তালিকার শীর্ষে। পাশাপাশি ৭ গোল করে লিভারপুলের মোহামেদ সালাহর সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা তিনি।
আগামী ১৯ ফেব্রুয়ারির মধ্যে সব প্রতিযোগিতা মিলিয়ে চারটি ম্যাচ খেলবে পিএসজি। লিগে মোনাকো ও লিলের মুখোমুখি হবে ক্রিস্তফ গালতিয়ের শিষ্যরা। এছাড়া, ফরাসি কাপে তাদের প্রতিপক্ষ মার্সেই।
Comments